For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গম্ভীরের পর কি এবার অধিনায়কত্ব ছাড়বেন বিরাট? কী দাবি টুইটারাইটদের

দলের জঘন্য পারফরম্যান্সের দায় কাঁধে চাপিয়ে দিল্লি ডেয়ারডেভিলস দরে অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন গৌতম গম্ভীর। এবার কি দলের হারের দায় মাথায় নিয়ে বিরাট কোহলির সরে যাওয়ার পালা অধিনায়ক হিসাবে?

  • |
Google Oneindia Bengali News

দলের জঘন্য পারফরম্যান্সের দায় কাঁধে চাপিয়ে দিল্লি ডেয়ারডেভিলস দরে অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন গৌতম গম্ভীর। এবার কি দলের হারের দায় মাথায় নিয়ে বিরাট কোহলির সরে যাওয়ার পালা অধিনায়ক হিসাবে?

গম্ভীরের পর কি এবার অধিনায়কত্ব ছাড়বেন বিরাট? কী দাবি টুইটারাইটদের

ম্যাচ হারার পর থেকে এই নিয়ে জল্পনা উসকে উঠেছে। বুধবার চিন্নাস্বামীতে ঘরের মাঠে ধোনি ধামাকা আটকাতে নাম পেরে দুশো রানের বেশি করার পরও হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

অধিনায়ক হিসাবে ১০০তম ম্যাচ খেলার পরও রেকর্ড খুব একটা ভালো নয় বিরাট কোহলির। জেতার চেয়ে হার বেশি। চেন্নাই ম্যাচেও বোলারর জঘন্য বোলিং করে শেষ সাতওভারে একশো-র বেশি রান দিয়েছে। যার ফলে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আরসিবি লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। নিচে রয়েছে একমাত্র মুম্বই ও দিল্লি।

চেন্নাই ম্যাচ হারার পরে টুইটারে ক্ষোভ উপচে পড়েছে। অনেকেই হারের দায় মাথায় নিয়ে গম্ভীরের মতো বিরাটের সরে যাওয়ার দাবি করেছেন। বাকী রয়েছে আর মাত্র ৮টি ম্যাচ। তার মধ্যে অন্তত ৬টিতে জিততেই হবে। এই অবস্থায় আরসিবির যা ফর্ম তাতে কোনও মিরাক্যাল না হলে প্ল অফে খেলা অত্যন্ত কঠিন কাজ। ফলে বিরাট কি সেসব কথা ভেবে অধিনায়কত্বের দায়িত্ব অন্য কারও কাঁধে তুলে দেবেন? তাহলে গম্ভীরের পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে এই পথে হাঁটবেন কোহলি।

English summary

 Virat Kohli should step down as RCB captain like Gautam Gambir,, Twitterati lashed out at RCB captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X