For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিরাটের পরিবর্তে অন্য কেউ থাকলে এত দিনে দল থেকে বাদ পড়ে যেত', মন্তব্য ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই তারকার

'বিরাটের পরিবর্তে অন্য কেউ থাকলে এত দিনে দল থেকে বাদ পড়ে যেত', মন্তব্য ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই তারকার

Google Oneindia Bengali News

বিরাট কোহলির অফ ফর্ম বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। লাগাতার ব্যর্থ কোহলিকে টিম ম্যানেজমেন্ট ঢাকের বাঁয়ার মতো বয়ে নিয়ে যাওয়ায় অসন্তুষ্ট অনেকেই। প্রাক্তন ভারত অধিনায়ক গত আড়াই বছরেরও বেশি সময় ধরে পারফর্ম করতে ব্যর্থ। দেশের একাধিক কিংবদন্তি বর্তমানে ভারতীয় দলে কোহলির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লাগাতার ব্যর্থ বিরাট কোহলিকে সুযোগ দেওয়ার সঙ্গে প্রতিশ্রুতিবান তরুণদের সুযোগ দিচ্ছে না বোর্ড।

বিরাটের পরিবর্তে অন্য কেউ থাকলে এত দিনে দল থেকে বাদ পড়ে যেত, মন্তব্য ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই তারকার

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই এবং টি-২০ সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। অনেকেই নিশ্চিত নয় বর্তমান ফর্মের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় হতে চলা টি-২০ বিশ্বকাপ ২০২২-এ ভারতের দলে সুযোগ পাবেন কি না তিনি। যদিও রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলির সমর্থনে লাগাতাপ পাশে থেকেছেন।

এ বার কোহলি ইস্যুতে মুখ খুললেন ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক সৈয়দ কিরমানি। দৈনিক জাগরণকে দেওয়া সাক্ষাৎকারে কিরমানি বলেছেন, "বিরাট একজন রোল মডেল। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটার যে সব দিক থেকেই ও রোল মডেল। অবশ্যই টি-২০ দলে সুযোগ পাওয়া উচিৎ ওর। কেউ জানে না একদিন হঠাৎই ও ফর্ম খুঁজে পাবে এবং সেই দিনই গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। এই রকম অভিজ্ঞ ক্রিকেটারের অবশ্যই দলে সুযোগ পাওয়া উচিৎ, এতে তরুণ ক্রিকেটাররা শিখতে পারবে। দলের মধ্যে অভিজ্ঞ এবং তরুণ উভয় ধরনেরই ক্রিকেটার প্রয়োজন, এই ভাবেই টিম ব্যালেন্স তৈরি হয়। টি-২০ বিশ্বকাপের দলে অনুপাত ৫০:৫০ হওয়া উচিৎ। পঞ্চাশ শতাংশ অভিজ্ঞ ক্রিকেটার এবং ৫০ শতাংশ তরুণ ক্রিকেটার। এই ভাবে দলের নির্বাচন করা উচিৎ।"

ভারতের প্রতিভাবান তরুণ প্রজন্মের জন্য দলে সুযোগ পাওয়ার লড়াইটা যে অনেকটাই বেড়ে গিয়ে তা এ দিন কিরমানির মন্তব্যে ফুটে ওঠে। তিনি বলেন, "তরুণ ক্রিকেটারের মধ্যে প্রচন্ড লড়াই রয়েছে। বিরাট কোহলির পরিবর্তে অন্য কোনও ক্রিকেটার যদি ফর্মের বাইরে থাকত তা হলে এতক্ষণে সে দল থেকে বাদ পড়ে যেত। তবে, আমার মতে বিরাট কোহলির মতো অভিজ্ঞতা সমপন্ন ক্রিকেটারের দলের সদস্য হওয়া উচিৎ।" ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিন ম্যাচে কোহলি করেছেন যথাক্রমে ১৭ এবং ১৬ রান।

আইপিএল ২০২২-এ ১৬ ম্যাচে ৩৪১ রান করেন বিরাট কোহলি। তাঁর গড়ছিল ২২.৭৩, তাঁর স্ট্রাইক রেট ১১৫.৯৮। মাত্র দুইটি অর্ধ-শতরান গত আইপিএল-এ পেয়েছেন কোহলি।

English summary
Virat Kohli should get a chance in India's T20 team, said Legendary Syed Kirmani. 1983 World Cup winning team member informed Kohli's experience and capability will be crucial for India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X