For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের তারকাদের বিশ্রাম নেওয়ার প্রবণতায় নির্বাচকরা অসন্তুষ্ট! ওয়েস্ট ইন্ডিজে খেলবেন অশ্বিন?

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করা হলেও টি ২০ দল ঘোষণা করেননি ভারতীয় নির্বাচকরা। ক্যারিবিয়ান সফরেই ভারতের টি ২০ বিশ্বকাপের প্রথম একাদশ সম্পর্কে আঁচ মিলতে পারে। তবে লোকেশ রাহুল চোট সারিয়ে ওই সিরিজেও কামব্যাক করতে পারবেন না। বিসিসিআই সূত্রে খবর, বিরাট কোহলিও ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম চেয়েছেন। যেভাবে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা মাঝেমধ্যেই বিশ্রাম নিচ্ছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণ দেখিয়ে তাতে অসন্তুষ্ট নির্বাচকরাও।

ঘনঘন বিশ্রাম

ঘনঘন বিশ্রাম

একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, প্রত্যেকবারই দল নির্বাচনের আগে টিম ম্যানেজমেন্টের মাধ্যমে ভারতীয় দলের ফিজিও ও ট্রেনারের নোট পৌঁছে যায় নির্বাচকদের কাছে। দেখা যায়, তাতে বেশিরভাগ সময়ই বিশ্রাম দেওয়ার সুপারিশ থাকে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির জন্য। বিশ্রাম পাওয়ার নিরিখে সবচেয়ে বেশি সুবিধা পান এই ক্রিকেটাররাই। অথচ বোর্ডের সঙ্গে তাঁদের আকর্ষণীয় চুক্তি রয়েছে। একমাত্র ঋষভ পন্থই সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলে থাকেন।

অসন্তোষ বাড়ছে

অসন্তোষ বাড়ছে

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই ক্রিকেটাররা একটা সিরিজ খেলেই পরেরটিতে বিশ্রাম নিতে চাইছেন। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না নির্বাচকরা। রোহিত শর্মা গত টি ২০ বিশ্বকাপের পর ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে দুটি টেস্ট, ৯টি টি ২০ আন্তর্জাতিক ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। বিরাট কোহলি খেলেছেন ৬টি করে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক, দুটি টি ২০ আন্তর্জাতিক। হার্দিক পাণ্ডিয়া চোট সারিয়ে ফেরেন আইপিএলে। তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে খেলছেন। হার্দিক অবশ্য আগে বাদ পড়েছিলেন চোট ও খারাপ ফর্মের কারণে। শামি ও বুমরাহ বেছে বেছে ম্যাচ বা সিরিজ খেলছেন।

বিরাট চাপে?

বিরাট চাপে?

বিসিসিআইকে সূত্রকে উদ্ধৃত করে একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম চেয়েছেন। তিনি বিশ্বকাপের পরিকল্পনা করার ক্ষেত্রে ডিসিশন মেকিং প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সদস্য। ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে তিনি বিশ্রাম চাইছেন। যদিও বোর্ডের আরেক মহল থেকে জানা যাচ্ছে, টি ২০ আন্তর্জাতিকে ভারতের মিডল অর্ডারে জায়গা ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে বিরাটের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিক তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতে ফর্মে না থাকলে বিরাটকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তই নিতে হতে পারে নির্বাচকদের। কেন না, নাম নয়, পারফরম্যান্সের ভিত্তিতেই দল গড়তে হবে।

অশ্বিনের কামব্যাক?

অশ্বিনের কামব্যাক?

জানা গিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরা খেলবেন। প্রায় পূর্ণশক্তি নিয়েই ভারত ক্যারিবিয়ান সিরিজে নামবে। বিরাটের ফর্মের দিকে থাকবে সকলের নজর। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় সব বিকল্প দেখে নিতে চাইছেন। আর সে কারণেই ওয়েস্ট ইন্ডিজে টি ২০ দলে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। গত টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে কামব্যাক করেছিলেন। তবে গত নভেম্বরে রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার পর আর টি ২০ দলে দেখা যায়নি অশ্বিনকে। এদিকে, মহম্মদ শামিকে টি ২০ বিশ্বকাপের দলে না রাখার সম্ভাবনা প্রবল।

English summary
Virat Kohli Set To Be Rested In The West Indies Tour. The Squad Could Have A Surprise Recall For R Ashwin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X