For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রোহিতের ওপেনিং পার্টনার থেকে ফেভারিট নির্বাচনে খোলাখুলি বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রোহিতের ওপেনিং পার্টনার থেকে ফেভারিট নির্বাচনে খোলাখুলি বিরাট

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার অর্থাৎ ১২ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। একই মাঠে দুই দলের মধ্যে পরবর্তী চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলিতে রোহিত শর্মার সঙ্গে ভারতের হয়ে কোন ব্যাটসম্যান ওপেন করতে নামবেন, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলি। আর কী বললেন টিম ইন্ডিয়ার নেতা।

রোহিতের পার্টনার কে

রোহিতের পার্টনার কে

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে যে রোহিত শর্মা ওপেন করতে চলেছেন, তা শুরুতেই জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর সঙ্গে কেএল রাহুলকে পার্টনার হিসেবে দেখা যাবে বলেও জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কেন শিখর নন

কেন শিখর নন

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার একদিন আগে বিরাট কোহলি জানিয়েছেন, টিম ইন্ডিয়ার হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল। এই দুই ক্রিকেটারের মধ্যে কেউ একজন চোট পেলে কিংবা অন্য কোনও কারণে বসানো হলে তৃতীয় ওপেনার হিসেবে শিখর ধাওয়ানকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

স্বাধীন ক্রিকেট খেলা হবে

স্বাধীন ক্রিকেট খেলা হবে

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল স্বাধীন ছন্দে ক্রিকেট খেলবে বলে জানিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের কথায়, তাঁদের দলে একাধিক বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছেন। এই সিরিজে তাঁরা অনেক বেশি সাহস নিয়ে খেলবেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।

ফেভারিট ইংল্যান্ড

ফেভারিট ইংল্যান্ড

শুক্রবার থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকেই ফেভারিট বলে আখ্যা দিয়েছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের কথায়, আইসিসি ক্রমতালিকার শীর্ষে বসে রয়েছেন ইয়ন মর্গ্যানরা। ইংল্যান্ডে টি-টোয়েন্টি দলের শক্তি সম্পর্কে বিশ্বের সবকটি দল অবগত বলে জানিয়েছেন বিরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীকে সাবধান করলেন অধিনায়ক ছেত্রীকরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীকে সাবধান করলেন অধিনায়ক ছেত্রী

English summary
Virat Kohli says Rohit Sharma and KL Rahul will open innings for India against England
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X