For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে কতটা সফল বিরাট, দেখে নেওয়া যাক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে কতটা সফল বিরাট, দেখে নেওয়া যাকঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অধি

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ২-১ ফলে ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতীয় ক্রিকেট দল। তারই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ বিরাট কোহলিদের সামনে। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার আগে দেখে নেওয়া যাক অজি শিবিরের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলি কতটা সফল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতা বিরাটের টি-টোয়েন্টি রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতা বিরাটের টি-টোয়েন্টি রেকর্ড

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে সাতটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। মাত্র দুটি ম্যাচ জিততে সক্ষম হয়েছেন। চারটি ম্যাচ হারতে হয়েছে। ২০১৭ সালে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বিরাটের ভারত। ২০১৮ সালে সিডনিতে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নেতা বিরাট কোহলির জয়ের হার ২৮.৫৭।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটসম্যান বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটসম্যান বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৬১-এর গড়ে ১৮৩ রান করেছেন বিরাট কোহলি। এই ফর্ম্যাটে অজি শিবিরের বিরুদ্ধে অপরাজিত ৭২ ভারত অধিনায়কের সর্বোচ্চ।

অস্ট্রেলিয়ার মাটিতে নেতা বিরাটের পরিসংখ্যান

অস্ট্রেলিয়ার মাটিতে নেতা বিরাটের পরিসংখ্যান

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। মাত্র একটি ম্যাচ জিতেছেন তিনি। দুটি ম্যাচ হেরেছেন। ২০১৮ সালে সিডনিতে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

বিরাটের টি-টোয়েন্টি রেকর্ড

বিরাটের টি-টোয়েন্টি রেকর্ড

২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ২২টি ম্যাচ জিতেছেন। হেরেছেন ১১টি ম্যাচ। দুটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। দুটি ম্যাচের ফলাফল বেরোয়নি। টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাটের জয়ের হার ৬৫.৭১। ভারতীয় দলের জার্সিতে মোট ৮২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫০.৮০-এর গড়ে ২৭৯৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৪। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১৩৭ রান করেছেন ভিকে।

টি-টোয়েন্টিতে মুখোমুখি বিরাট ও ফিঞ্চ, দুই অধিনায়কের জয়-হারের তুল্যমূল্য পরিসংখ্যানটি-টোয়েন্টিতে মুখোমুখি বিরাট ও ফিঞ্চ, দুই অধিনায়কের জয়-হারের তুল্যমূল্য পরিসংখ্যান

English summary
Virat Kohli's win loss record as captain against Australia in T20s
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X