For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার নেপথ্যে কি সৌরভের বোর্ডের সঙ্গে সংঘাত? শাস্ত্রী উস্কে দিলেন নয়া বিতর্ক!

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের শেষেই ১৬ সেপ্টেম্বর বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন ভারতের টি ২০ অধিনায়কত্ব ছাড়বেন টি ২০ বিশ্বকাপের পরই। পরে ছেড়ে দেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন্সিও। বিরাট একদিনের আন্তর্জাতিক ও টেস্টে অধিনায়ক থাকতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই একদিনের ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়।

৭ বছরের সফর শেষ

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনি অস্ট্রেলিয়া সফর চলাকালীন মেলবোর্ন টেস্ট ড্র হওয়ার পর অবসর ঘোষণা করায় নিয়মরক্ষার শেষ টেস্টে সিডনিতে টেস্ট অধিনায়ক হন বিরাট কোহলি। তখন থেকে তিনিই ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন। যে সময়কাল সমাপ্ত হলো দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারার পরদিন অর্থাৎ আজ। অনেকেই মনে করছিলেন, বিরাট কোহলি যেভাবে ২০১৯ সালের পর থেকে শতরান পাচ্ছেন না তাতে অধিনায়কত্বের দায়িত্ব ধীরে ধীরে ছাড়বেন। কিন্তু তা যে এত তাড়াতাড়ি হবে তা বোঝা যায়নি। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এদিন নয়া বিতর্ক উস্কে দিয়েছেন বিরাটকে শুভেচ্ছা জানানোর ফাঁকেই। ভারতের এই দলটি গড়ার কৃতিত্বের কথা উল্লেখ করে শাস্ত্রী টুইটে লেখেন,মাথা উঁচু করেই বিদায় নিলেন বিরাট। অধিনায়ক হিসেবে তিনি যেমন অনেক কিছুই অর্জন করেছেন, তেমনই কোহলি দেশের সবচেয়ে সফল ও আগ্রাসী অধিনায়ক। আজকের দিনটা আমার কাছে ব্যক্তিগতভাবে দুঃখের দিন। কেন না, এই দলটা আমরা একসঙ্গে তৈরি করেছিলাম।

বিরাট বিতর্ক

বিরাট কোহলির টি ২০ অধিনায়কত্ব ছাড়ার ঘটনা নিয়ে শুরু হয় বিতর্ক। বিরাট যদিও বলেছিলেন নিজের পরিকল্পনার কথা বোর্ডকর্তা থেকে লিডারশিপ গ্রুপকে তিনি জানিয়েছেন, কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কথায় জানা গিয়েছিল, বিরাটের সিদ্ধান্ত সম্পর্কে কোনও ধারণা ছিল না তাঁদের। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতের টি ২০ অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রাম নিলেও মুম্বই টেস্টে বিরাটই ভারতকে নেতৃত্ব দেন।

সৌরভ-কোহলি সংঘাত

বিতর্ক তুঙ্গে ওঠে বিরাটকে একদিনের অধিনায়কত্ব থেকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে অধিনায়ক করার পর বোর্ড সভাপতি নিজে দাবি করেছিলেন, বিরাটকে টি ২০ অধিনায়কত্ব না ছাড়তে তিনি নিজে অনুরোধ করেছিলেন। কিন্তু তা রাখেননি বিরাট। নির্বাচকরাও সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখার পক্ষপাতী ছিলেন না। যদিও দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হওয়ার আগে সৌরভের দাবি সপাটে উড়িয়ে দেন বিরাট। তিনি বলেন, বোর্ডকে জানিয়েই ক্য়াপ্টেন্সি ছেড়েছিলেন। বোর্ডকর্তারা সেই সিদ্ধান্তকে স্বাগতও জানান, কেউ কোনও অনুরোধ করেননি সিদ্ধান্ত থেকে সরে আসার। বিরাটের এমন দাবিতে সৌরভই মিথ্যাবাদী হিসেবে পর্যবসিত হন। তবু বোর্ডকর্তারা স্পিকটি নট থাকেন। সৌরভও কোনও অতিরিক্ত মন্তব্য না করে বলেন, বিষয়টি বোর্ড সামলে নেবে। তবে বিরাটের দাবি ভুল প্রতিপন্ন করতে যাবতীয় প্রমাণ আছে বলেও বোর্ডকর্তারা ঘনিষ্ঠ মহলে দাবি করতে থাকেন।

বিস্ফোরণের পর

এরপর প্রথম দুটি টেস্টে বিরাটকে সাংবাদিক বৈঠকে পাঠানো হয়নি। দ্রাবিড় বলেন, তাঁকে বলা হয়েছে কেপ টাউনে বিরাট সাংবাদিকদের মুখোমুখি হবেন। তবে একদিনের অধিনায়কত্ব থেকে সরানোর পদ্ধতি বিরাটের যে মনমতো হয়নি সেটাও বোঝা যেতে থাকে। এরই মধ্যে ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সিরিজের একদিনের দল ঘোষণার সময় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা দাবি করেন, বিসিসিআই কর্তাদের পাশাপাশি বিরাটকে টি ২০ বিশ্বকাপের আগে নেতৃত্ব ছাড়তে সংশ্লিষ্ট সকলেই বারণ করেছিলেন দেশের স্বার্থের কথা ভেবে। আর টেস্ট দল ঘোষণার আগেই তাঁকে একদিনের ক্যাপ্টেন্সি থেকে সরানোর কথা জানানো হয়, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় হাতে রেখেই।

আচমকা সিদ্ধান্ত

তবে বিরাট কোহলির এদিনের সিদ্ধান্তের পিছনে একদিনের নেতৃত্ব থেকে সরানোর পদ্ধতি নিয়ে ক্ষোভ অন্যতম কারণ হতেই পারে বলে মনে করছেন মদন লাল। বিরাটের নেতৃত্ব ছাড়ার পর দায়সারা একটা টুইট করেছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ টুইট করলেও বিরাটের টুইটের ২ ঘণ্টা পরেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সৌরভের। বোর্ড কোনও ই মেলও পাঠায়নি। জানা গিয়েছে, এদিন দুপুরেই বোর্ডকর্তাদের বিরাট নিজের সিদ্ধান্তের কথা জানান। তবে বিরাটের সিদ্ধান্ত সৌরভ তথা বিসিসিআইয়ের সঙ্গে তাঁর নজিরবিহীন সংঘাতের আবহে তাঁর প্রতি কড়া সিদ্ধান্ত গ্রহণে বোর্ডকে যে অস্বস্তিতে ফেলে দিল তা বলার অপেক্ষা রাখে না। ভারতের তিন ফরম্যাটেই রোহিত শর্মার নেতা হওয়ার রাস্তাও খুলে গেল।

English summary
Virat Kohli's Sudden Announcement Comes On The Back Of A Recent Saga Between Him And BCCI. Virat Has Stepped Down As Captain Of India's Test Team With Immediate Effect.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X