For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের কেরিয়ারের 'বিরলতম' রেকর্ড করলেন কোহলি

অধিনায়ক কোহলিও নিজের কেরিয়ারের খারাপের দিক থেকে বিরলতম রেকর্ড করেছেন। এদিন তিনি শূন্য রানে আউট হন। তবে কেন বিরলতম বলা হচ্ছে কোহলির শূন্য রানে আউট হওয়াকে?

  • |
Google Oneindia Bengali News

পুনে, ২৪ ফেব্রুয়ারি : টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে নিজেদের সবচেয়ে খারাপ স্কোর এদিন করল ভারতীয় ক্রিকেট দল। পুনে টেস্টে অস্ট্রেলিয়ার ২৬০ রানকে সামনে রেখে খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে গুটিয়ে গেল ভারতীয় দল।

এটা ঋদ্ধিমান নাকি 'স্পাইডারম্যান'? দেখুন কেমন অতিমানবীয় ক্যাচ ধরলেন ঋদ্ধি

পুনে টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়, ১০৫ রানে শেষ কোহলি ব্রিগেড

অস্ট্রেলিয় স্পিনার স্টিভ ও'কেফের বাঁ হাতি স্পিন বোলিংয়ের দাপটে পর্যুদস্ত ভারতীয় ব্যাটিং। এদিন মাত্র ৩৫ রানে ৬ উইকেট তুলে নিয়েছেন স্টিভ। ভারতের ঘরে মাঠে তাদের অস্ট্রেই ঘায়েল করেছেন টিম ইন্ডিয়াকে।

নিজের কেরিয়ারের 'বিরলতম' রেকর্ড করলেন কোহলি

তবে এদিন শুধু ভারতীয় দলই নয়, অধিনায়ক কোহলিও নিজের কেরিয়ারের খারাপের দিক থেকে বিরলতম রেকর্ড করেছেন। এদিন তিনি শূন্য রানে আউট হন। তবে কেন বিরলতম বলা হচ্ছে কোহলির শূন্য রানে আউট হওয়াকে?

ঘটনা হল, টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে ১০৪টি আন্তর্জাতিক ইনিংসের পরে ভারত অধিনায়ক কোহলি কোনও রান করতে না পেরেই শূন্য রানে আউট হয়েছেন।

এদিন মিচেল স্টার্কের একটি অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। কোহলি সাম্প্রতিক সময়ে যেভাবে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন তাতে এদিন কোনও রান না করতে পেরে তাঁর আউট হওয়া নিঃসন্দেহে কোহলি ভক্তদের হতাশ করেছে।

এই নিয়ে টেস্টে ব্যাট হাতে নামা ৯৩টি ইনিংসের মধ্যে মাত্র ৪ বার শূন্য রানে কোহলি আউট হলেন। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে একদিনের ম্যাচে শেষবার কোহলি শূন্য রানে আউট হয়েছিলেন।

English summary
It was after a gap of 104 International matches (ODI and Test combined) when Virat Kohli was dismissed without opening his account.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X