For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সামনে কুম্বলে-কোহলি দ্বন্দ্ব, কুম্বলকে শিক্ষক মানেন না কোহলি

শিক্ষক দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। কিন্তু উস্কে দিলেন বিতর্ক। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কুম্বলে তাঁর গুরু নন। এমনটাই ঘুরিয়ে বলে দিলেন বিরাট কোহলি। শিক্ষক দিবসে নিজের ক্রিকেট গুরুদের শ্রদ্ধা জানিয়েছিলেন বিরাট। কিন্তু বিতর্ক ফের উস্কে দেওয়ার পক্ষে সেই পোস্ট এখন ব্রহ্মাস্ত্র।

ফের সামনে কুম্বলে-কোহলি দ্বন্দ্ব, কুম্বলকে শিক্ষক মানেন না কোহলি

রবি শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে প্রায় বছর খানেক অনিল কুম্বলের কোচিংয়ে খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সময়ের শেষ দিকে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনিল কুম্বলের সম্পর্ক তলানিতে এসে ঠেকে। সৌরভ-সচিন-লক্ষ্মণদের কমিটি যেখানে চেয়েছিল বিশ্বকাপ অবধি দায়িত্বে থাকুন অনিল কুম্বলে। কিন্তু বিরাট বেঁকে বসায় কুম্বলে-কোহলি পার্টনারশিপ ভেঙে যায়।

বিরাট শিক্ষক দিবসের পোস্টে ফের একবার এই ভেঙে যাওয়া সম্পর্কের বিতর্ক উস্কে দিলেন। বিরাট যে ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর পিছনের দেওয়ালে লেখা রয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের নাম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়,সচিন তেন্ডুলকর, কপিল দেব, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগের নাম।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">To all the teachers around the world and especially to the ones in the Cricket World. 🙏😊 <a href="https://twitter.com/hashtag/HappyTeachersDay?src=hash">#HappyTeachersDay</a> <a href="https://t.co/pvtrBw5uyK">pic.twitter.com/pvtrBw5uyK</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/904975225963429892">September 5, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে সনৎ জয়সূর্য , ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, ব্রায়ান লারা, শ্যেন ওয়ার্ন, জাক কালিস, অ্যাডাম গিলক্রিস্ট, ডোনাল্ড, জাভেদ মিয়াদাঁদ, স্টিভ ওয়া, ইনজামাম উল হকদের নাম।

যাঁদের ক্রিকেট খেলতে দেখেছেন বিরাট কোহলি তাঁদের নামই তিনি তাঁর গুরুদের তালিকায় রেখেছেন। কিন্তু কুম্বলের নাম নেই সেই তালিকায়। তাহলে কী কুম্বলের থেকে কিছুই শেখেননি কোহলি এখন সেই প্রশ্নই ঘুরছে ওয়াকিবহাল মহলে।

ব্রায়ান লারা, স্টিভ ওয়াদের নাম। এভাবেই বিশ্বের সমস্ত শিক্ষক বিশেষ করে ক্রিকেটের গুরুদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কিন্তু সেখানে অনিল কুম্বলের কোনও উল্লেখ নেই। আর তারপরই টুইট ঘিরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। সত্যিই কি কুম্বলের প্রতি বিরাটের কোনও কৃতজ্ঞতা নেই? সত্যিই কি নিজের বিরাট সাফল্যের জন্য তিনি কুম্বলেকে এতটুকু ধন্যবাদ জানাতে চান না?

English summary
Virat Kohli's post arises his controversy with Anil Kumble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X