For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির ভারতের একদিনের দলের অধিনায়ক থাকা নিয়ে জল্পনা! ভাগ্য নির্ধারণ কলকাতাতেই?

  • |
Google Oneindia Bengali News

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর এখনও বাতিল হয়নি। যদি না শেষ মুহূর্তে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করে, তাহলে মুম্বই টেস্টের পরই প্রোটিয়াদের দেশে যাবে ভারতীয় দল। অবশ্য সফর হলেও সূচিতে কিছু রদবদলের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে জল্পনা জোরালো হয়েছে বিরাট কোহলিকে নিয়ে।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশা

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে ধোঁয়াশা

তিনটি করে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি ভারত দক্ষিণ আফ্রিকায় চারটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের জেরে ভারতীয় দল কবে রওনা হবে তা পরিষ্কার নয়। আগে ঠিক ছিল, ৮ তারিখ ভারত থেকে রওনা দিয়ে ৯ ডিসেম্বর জোহানেসবার্গে চার্টার্ড বিমানেই পৌঁছাবেন বিরাট কোহলিরা। বাবল টু বাবল ট্রান্সফারের কথা। বাগদান সেরে দক্ষিণ আফ্রিকায় সফররত ভারতের 'এ' দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শার্দুল ঠাকুরের। তাঁকে যেতে বারণ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের দল চলতি সপ্তাহেই বেছে নিতে পারে চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকমণ্ডলী।

বিরাট কি ক্যাপ্টেন থাকছেন?

বিরাট কি ক্যাপ্টেন থাকছেন?

বিরাট কোহলি টি ২০ অধিনায়কত্ব ছাড়লেও একদিনের অধিনায়কত্ব ছাড়েননি। তবে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর অধিনায়কত্ব ছাড়ার জল্পনায় ইন্ধন দিয়েছিল প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর বিবৃতি। বিসিসিআই সূত্রে খবর, যেভাবে বিরাট টি ২০ অধিনায়কত্ব ছেড়েছেন তাতে বোর্ডকর্তারা খুশি নন। বিরাটের দাবি ছিল, তিনি দীর্ঘদিন ধরে রোহিত-সহ সকলের সঙ্গে ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে কথা বলেছিলেন এবং বোর্ডকর্তারাও জানতেন। যদিও সেই দাবির সত্যতা নিয়ে সংশয় ধরা পড়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যখন জানান, বোর্ডকর্তারা বিরাটের পদক্ষেপের ব্যাপারে অন্ধকারেই ছিলেন।

নতুন বছরে ৯ ওয়ান ডে

নতুন বছরে ৯ ওয়ান ডে

২০২২ সালে ভারতীয় দল অবশ্য বেশি একদিনের সিরিজ খেলবে না। আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ রয়েছে বলে টি ২০ খেলাই বেশি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে খেলার পাশাপাশি দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি, তারপর ইংল্যান্ড সফরে গিয়ে তিনটি ওয়ান ডে। ২০২২ সালে সারা বছরে মোট ৯টি একদিনের ম্যাচ খেলার কথা ভারতের।

কোহলির ভাগ্য নির্ধারণ কলকাতায়?

কোহলির ভাগ্য নির্ধারণ কলকাতায়?

যেহেতু দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের জন্য একটিই বায়ো বাবল, ফলে অনেক ক্রিকেটারকে রেখেই দল ঘোষণার পথে হাঁটতে পারেন নির্বাচকরা। সব ফরম্যাট মিলিয়ে ২০ থেকে ২৩ সদস্যের দল ঘোষণা হতে পারে। বিরাটকে নিয়ে দু-রকম ভাবনা কাজ করছে। কেউ মনে করছেন, যেহেতু ২০২২ সালে ৯টি ওয়ান ডে তাই বিরাটই ক্যাপ্টেন থাকুক। কারও মতে, টি ২০ অধিনায়ককে রোহিত শর্মাকে এখনই একদিনের দলের অধিনায়ক করা হোক, যাতে তিনি ২০২৩ সালের বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করতে অনেকটা সময় পান। বোর্ডসূত্রে খবর, বিরাটের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা থাকতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহর। কলকাতায় শনিবার বোর্ডের এজিএম। সেখানে চেতন শর্মা অ্যান্ড কোম্পানির ভাগ্যও নির্ধারিত হতে পারে।

English summary
Virat Kohli's Future As India's ODI Captain Will Be Decided This Week As BCCI Top Brass To Take A Call. National Selection Committee Set To select The Squad For The Upcoming Tour Of South Africa.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X