For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুখী পরিবারে'-র খোঁজ দিলেন বিরাট-রোহিত, জেনে নিন

সুখী পরিবার, কোথায় জানেন, কোহলি-রোহিতরা জানালেন এক সুখী পরিবারের খোঁজ 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

জুটিতে লুটি-র আদর্শ নমুনা দিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে একদিনের ম্যাচে ২১৯ রানের পার্টনারশিপ করেছিলেন এই দুই ভারতীয়। তারপরই বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা।

'সুখী পরিবারে'-র খোঁজ দিলেন বিরাট-রোহিত, জেনে নিন

এবার রোহিতের হয়ে গলা ফাটালেন বিরাট কোহলিও। আসলে নতুন টিম ইন্ডিয়ার সাফ্লেযর রেসিপি এটাও। গোটা দলে পরস্পরের প্রতি এতটাই সম্মান রয়েছে, যে সবসময়েই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দেন তাঁরা।

সেই একই ছবি আবার দেখা গেল। বোর্ডের নতুন চল অনুযায়ি এখন প্রতিটা ম্যাচের পরই দু'জন ক্রিকেটার একে অপরের সাক্ষাৎকার নেন। এরকই এক সাক্ষাৎকারে ধরা পড়ল বিরাট ও রোহিতের পারস্পরিক সম্মান।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">VIDEO: Two rockstars, one frame - Rendezvous with <a href="https://twitter.com/imVkohli">@imVkohli</a> & <a href="https://twitter.com/ImRo45">@ImRo45</a> - by <a href="https://twitter.com/RajalArora">@RajalArora</a> <a href="https://t.co/PyXAZWNXCL">https://t.co/PyXAZWNXCL</a> <a href="https://twitter.com/hashtag/SLvIND?src=hash">#SLvIND</a> <a href="https://t.co/5VLbNEExG7">pic.twitter.com/5VLbNEExG7</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/903545444810203136">September 1, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রোহিত পরিষ্কার জানিয়ে দেন,' কোহলি জাতীয় দলের নেতৃত্বের দায়িত্বে আসার পর থেকে অসাধারণ খেলে চলেছে ভারত।' তিনি আরও জানিয়ে দিয়েছেন সুখী ড্রেসিংরুমই সাফল্যের নেপথ্যে।

আবার রোহিতের প্রশ্নের উত্তরে বিরাট জানিয়েছেন, 'এই দলকে নেতৃত্ব দেওয়া অসাধারণ অভিজ্ঞতা। ' পাশাপাশি রোহিতের সুরেই সুর মিলিয়েছেন বিরাট। বলেছেন, ড্রেসিংরুমের আবহ এবং ক্রিকেটারদের মধ্যে সংহতি তাঁর কাছে ভীষণভাবেই বিশেষ। বিরাট দলের সাফল্যের নেপথ্যের বিষয়টি বলতে গিয়ে বলেছেন, ' দলের সকলের সাফল্যের খিদেই আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। ম্যাচে সফল হওয়ার পরও ছেলেরা মাঠে নেমে ফের পারফর্ম করার জন্য ছটফট করে। এতে অধিনায়ক হিসাবে আমার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে।'

টেস্টে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর একদিনের সিরিজেও তাঁদের ধুয়ে দেওয়ার লক্ষ্য়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ এগিয়ে গেছে তারা। অধিনায়ক ও সহ অধিনায়ক দু'জনেই একই সুরে বলেছেন, সুখী ড্রেসিংরুমই তাঁদের সাফল্যের চাবিকাঠি। রোহিত এও আশা করেছেন এই সুখী সংসার আরও অনেকদিন থাকব, এবং ভারতও বিশ্ব ক্রিকেটে এভাবেই নিজের আধিপত্য বজায় রাখতে পারবে।

English summary
Virat Kohli and Rohit Sharma tells the secret of team India's sucess
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X