For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুঞ্জন না দ্বন্দ্ব! রোহিত-কোহলি ঠান্ডা লড়াই মিটতে পারে কীভাবে

সত্যিই যদি অধিনায়ক ও সহঅধিনায়কের মধ্যে মতনৈক্য থাকে, সেটা কীভাবে সমাধান করা যাবে এবার সেটাই বলে দিলেন এক বোর্ড সদস্য।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড যতটা না আলোচনার কেন্দ্রে, সেমিতে হারের পর একের পর এক ইস্যুতে ভারতীয় ক্রিকেট নিয়ে চর্চা অনেক বেশি।

গুঞ্জন না দ্বন্দ্ব! রোহিত-কোহলি ঠান্ডা লড়াই মিটতে পারে কীভাবে

শুরুটা হয়েছিল সেমিতে ধোনিকে সাত নম্বরে পাঠানো নিয়ে। এরপরই দাবানলের মতো ছড়িয়েছে রোহিত-কোহলির ঠান্ডা লড়াইয়ের খবর।

তারপর ধোনির অবসর, কোচ বাছাই, পরের পর এক একটা এপিসোড নিয়ে ভারতীয় ক্রিকেট এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে কোহলি-রোহিতের ঠান্ডা লড়াই যা নিয়ে শেষ কয়েক দিন সংবাদমাধ্যমে বিস্তর জলঘোলা চলছে।

সত্যিই যদি অধিনায়ক ও সহঅধিনায়কের মধ্যে মতনৈক্য থাকে, সেটা কীভাবে সমাধান করা যাবে এবার সেটাই বলে দিলেন এক বোর্ড সদস্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড সদস্য জানিয়েছেন, 'বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স(সিওএ) এই নিয়ে নিজে থেকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে পারে না। সত্যিই যদি দলের অন্দরে কোনও সমস্যা থাকে, সেক্ষেত্রে ক্রিকেটাররা সিওএ-র সদস্যদের সঙ্গে আলোচনায় আসুক। তারাই সমধানসূত্র বার করে দেবে। ক্রিকেটাররা দলের অন্দরের পরিবেশ নিয়ে কোনও অভিযোগ না করা পর্যন্ত ধরে নিতেই হবে ভারতীয় দলে এখন কোনও সমস্যা নেই।'

অন্যদিকে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের ফাটল নিয়ে আলোচনার মাঝেই এক ইন্টারভিউতে ড্রেসিংরুমের পরিবেশ দারুণ বলে মন্তব্য করেছেন কোহলি। শুধু তাই নয়, তার দলে ধোনি থেকে কুলদীপ যাদব, সবাইকে একই চোখে দেখা হয় বলে মন্তব্য করেন বিরাট।

তার কয়েক দিন পরেই আবার সোশ্যাল মিডিয়ায় জোড় গুঞ্জন, ইনস্টাগ্রামে অধিনায়ককে আনফলো করার পর এবার অনুষ্কা শর্মাকেও আনফলো করেছেন রোহিত শর্মা। বিশ্বকাপে লিগ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে অধিনায়ক ও সহঅধিনায়কের স্ত্রীরা একে অন্যকে এড়িয়ে গিয়েছিলেন। সেখান থেকে আজ ইনস্টাগ্রামে আনফলো করার গুঞ্জন! দূরত্ব বাড়ার ছবিটা ক্রমেই একটু একটু করে প্রকাশ্যে!

English summary
Virat Kohli-Rohit Sharma: how rift rumours can be solved
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X