For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ওভারে বিজয় শঙ্করের হাতে বল, কী ভাবে পৌঁছলেন এই সিদ্ধান্তে - পিছনের কথা জানালেন বিরাট

ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা করেছেন বিজয় শঙ্করের বোলিংয়ের এবং জানিয়েছেন কী ভাবে একেবারে শেষ ওভারেই তাঁর হাতে বল তুলে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচে শেষ ওভারে বিজয় শঙ্করের হাতে বল তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। অধিনায়ককে নিরাশ করেননি তিনি। ৩ বলে ২ উইকেট তুবলে ভারতকে ম্য়াচ জিতিয়েছেন। তাঁর বোলিং-এর প্রশংসার সঙ্গে কোহলি জানালেন এই সিদ্ধান্তের পিছনে কিন্তু রোহিত ও ধোনির অবদান কম নয়।

কেন শেষ ওভারে বিজয়কে বলের দায়িত্ব দিলেন কোহলি

তিনি জানিয়েছেন, ৪৬তম ওভারটা কেদার বা বিজয়কে দিয়ে করিয়ে শেষ চার ওভার শামি ও বুমরাকে দিয়ে করাবেন বলেই ভেবেছিলেন। এই ভাবনা নিয়ে আলোচনা করেন ধোনি ও রোহিতের সঙ্গে। দুজনেই বিরাটকে জানান, ওই পরিস্থিতিতে শামি ও বুমরা উইকেট শিকার করতে পারেন। সেক্ষেত্রে ভারত আরও চাপে ফেলবে অস্ট্রেলিয়াকে।

ঠিক সেটাই হতে দেখা গিয়েছে ম্য়াচে। ৪৬তম ওভারে বুমরা এসেই কুল্টার-নাইল ও কামিন্সকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর শেষ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১। ৮ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেওয়া কেদারকে না দিয়ে বল তুলে দেওয়া হয় বিজয় শঙ্করকে।

এক্ষেত্রেও রোহিত ও ধোনির পরামর্শ নিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট। কথা বলেছিলেন বোলারদের সঙ্গেও। সবাই একমত হয়েই বিজয়কে বল করতে ডাকা হয়েছিল। বিরাট জানিয়েছেন চাপের মুখেও একেবারে জায়গায় বল রেখেছিলেন তিনি। ব্য়াটিং ও বোলিং দুই ক্ষেত্রেই বিজয় দারুণ মানসি স্থৈর্যের পরিচয় দিয়েছেন বলে জানান অধিনায়ক।

সেই সঙ্গে এও জানাতে ভোলেননি, মহেন্দ্র সিং ধোনি ও তাঁর ডেপুটি রেহিত শর্মা এই দুইজনে পরামর্শকে তিনি সবসময় গুরুত্ব দেন। কারণ এই দুই ক্রিকেটারই ম্যাচের উপর তীক্ষ্ণ নজর রাখেন।

English summary
Indian skipper Virat Kohli praised Vijay Shankar's bowling and revealed how the ball was handed over to him in the last over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X