For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর এক বিশেষ ব্যক্তির থেকে বার্তা পেয়েছিলেন বিরাট, ফাঁস করলেন না বলা গোপন কথা

টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর এক বিশেষ ব্যক্তির থেকে বার্তা পেয়েছিলেন বিরাট, ফাঁস করলেন না বলা গোপন কথা

Google Oneindia Bengali News

টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর তাঁকে মহেন্দ্র সিং ধোনি টেক্সট ম্যাসেজ করেছিলেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন বিরাট কোহলি। কোহলি জানিয়েছেন, এমএস ধোনির থেকে পাওয়া এই টেক্সট ম্যাসেজ তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

কেউ যদি সত্যি ভাল চায় তা হলে একাকী কথা বলবে সামনাসামনি:

কেউ যদি সত্যি ভাল চায় তা হলে একাকী কথা বলবে সামনাসামনি:

বিরাটের রান না পাওয়া নিয়ে কম কাটা ছেঁড়া হয়নি। এখনও হয়ে চলেছে প্রতিনিয়ত। প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, "আমি শুধু এটাইস বলতে চাই যে কাউকে যদি তাঁর খেলা নিয়ে আমায় কিছু বলতে হয়, আমি ব্যক্তিগত ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করবো। আমার কাউকে সাহায্য করতে হলে তাঁকে ব্যক্তিগত ভাবেকরব। আপনি যদি সারা বিশ্বের সামনে উপদেশ দেন, সেটার কোনও গুরুত্ব থাকে না আমার কাছে। আপনি একাকি আমার সঙ্গে কথা বলতে পারেন। আপনার যদি কিছু বিষয় উপদেশ দেওয়ার থাকে। তখন এটা বোঝা যায় যে আপনি সত্যিই চান আমি ভাল করি। আমি অনেক সততা নিয়ে নিজের জীবন অতিবাহিত করি। আমি সততার সঙ্গে ক্রিকেটটা খেলি। যত দিন খেলব এই সততাকে সঙ্গী করেই খেলব।"

চলতি বছর জানুয়ারিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন বিরাট:

চলতি বছর জানুয়ারিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়েন বিরাট:

কেরিয়ারের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। এশিয়া কাপে রান পেলেও তা তাঁর মাপের ক্রিকেটারের জন্য যথেষ্ট নয় বিশেষ করে যেখানে গত তিন বছর ব্যাট হাতে তাঁর সাফল্য বলতে বিশেষ কিছু নেই। জানুয়ারিতে টেস্ট দল নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যায় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে সিরিজ হারের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার কথা জানান বিরাট।

২০২১ সালে টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন বিরাট, হারান ওডিআই দলের নেতৃত্ব ভার:

২০২১ সালে টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন বিরাট, হারান ওডিআই দলের নেতৃত্ব ভার:

আইসিসি টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি, তবে তিনি জানিয়েছিলেন ওডিআই ক্রিকেটের নেতৃত্ব দেবেন। কিন্তু একটা দেশের টি-২০ এবং ওডিআই ক্রিকেটে দু'টি আলাদা অধিনায়ক তত্বকে কোনও দেশই গুরুত্ব দেয় না। কারণ দুই ফরম্যাট এই রকম শুধু ওভার আলাদা। তাই টেস্ট অধিনায়ক আলাদা থাকলেও যে ওডিআই অধিনায়ক থাকেন সেই টি-২০তে দলকে নেতৃত্ব দেন। সেই কারণেই টি-২০ অধিনায়ক নির্বাচিত হওয়া রোহিত শর্মাকে ওডিআই ফরম্যাটেরও অধিনায়ক করে বিসিসিআই বিরাট কোহলিকে সরিয়ে।

English summary
Virat Kohli received a text message from MS Dhoni after he left captaincy of Team India's test team. Virat revealed that during the press conference after the Asia Cup 2022 match against Pakistan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X