For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেঞ্চুরিয়নেও সেঞ্চুরি অধরা কোহলির, অধিনায়ক বিরাটের ব্যাটে দুই বছরের বেশি শতরান নেই!

Google Oneindia Bengali News

সেঞ্চুরিয়ন টেস্টের ২১তম ওভার। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ফিরে গিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল (৬০) ও চেতেশ্বর পূজারা (০)। সেই সময় ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে আত্মবিশ্বাসের সঙ্গেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। টিকলেন ৬৮.২ ওভার পর্যন্ত। কিন্তু লুঙ্গি এনগিডির বলে যেভাবে উইয়ান মুলডারের হাতে স্লিপে ক্যাচ দিয়ে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে এলেন ভারতের টেস্ট অধিনায়ক, তা ক্ষমার অযোগ্য। ১১৭ রানের মাথায় দুটি উইকেট হারানোর পর ভারতের তৃতীয় উইকেট পড়ে ১৯৯ রানে।

দুই বছরের বেশি শতরানের খরা

বিরাট কোহলি ২০১৯ সালের নভেম্বরে শেষবার টেস্ট শতরান পেয়েছিলেন কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে। সেই ১৩৬ রান করার পর থেকে আর ভারত অধিনায়কের ব্যাটে কোনও ফরম্যাটেই শতরান নেই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারত গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। সেই সফরে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে বিরাটের রান ছিল যথাক্রমে ২, ১৯, ৩ ও ১৪। গত ডিসেম্বরে ভারত অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, একটিই টেস্ট খেলে দেশে ফিরে আসেন বিরাট। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে তিনি করেন যথাক্রমে ৭৪ ও ৪।

চলতি বছরের পারফরম্যান্স

চলতি বছরের পারফরম্যান্স

চলতি বছর দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ, ইংল্যান্ডে গিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলেন বিরাট। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলেন। কিন্তু তাতেও শতরান নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই ও আমেদাবাদে মোট চারটি টেস্টে বিরাটের রান পরপর সাজালে তা দাঁড়াচ্ছে এরকম- ১১, ৭২, ০, ৬২, ২৭ ও ০। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৪৪ ও ১৩। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্টে তাঁর রান যথাক্রমে ০, ৪২, ২০, ৭, ৫৫, ৫০ ও ৪৪। মুম্বই টেস্টে বিরাট প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৬।

ফের বড় রান পেতে ব্যর্থ

ফের বড় রান পেতে ব্যর্থ

আজ সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে ৯৪ বল খেলে ৩৫ রান করে তিনি আউট হলেন। মেরেছেন চারটি চার। ২০১৮ সালে সেঞ্চুরিয়ন টেস্টে বিরাট প্রথম ইনিংসে করেছিলেন ৩৭৯ বলে ১৫৩। এদিন ক্রিজে অনেকক্ষণ ছিলেনও। কিন্তু অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারার লোভ সামলাতে না পেরে স্লিপে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন। বিরাটের টেস্টে সর্বাধিক অপরাজিত ২৫৪ রানের ইনিংসটি প্রোটিয়াদের বিরুদ্ধেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাট এখনও অবধি ৬টি টেস্টে ১১টি ইনিংসে ৫৯৩ রান করেছেন। সর্বাধিক ১৫৩। গড় ৫৩.৯০, ২টি করে শতরান ও অর্ধশতরান রয়েছে।

ব্যাটিং গড় উদ্বেগজনক

ব্যাটিং গড় উদ্বেগজনক

চলতি বছরে বিরাটের টেস্টে পরিসংখ্যান একেবারেই কোহলি-সুলভ নয়। ১১টি টেস্টে ১৮টি ইনিংসে তাঁর রান ৫১৮, সর্বাধিক ৭২। গড় ২৮.৭৭। চারটি অর্ধশতরান রয়েছে, চারবার শূন্যে আউট হয়েছেন। ২০১১ সাল থেকে একই বছরে চারবার তিনি কখনও এর আগে শূন্যে আউট হননি। ২০১১ সালে ৫ টেস্টে ২০২ রান করায় তাঁর গড় ছিল ২২.৪৪। গত বছর তিন টেস্টে ১১৬ রান করায় গড় ছিল ১৯.৩৩। ২০২১ সালে ব্যাটিং গড়ও বিরাটকে চাপে রাখবে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়ানোয় এমনিতেই টেস্ট অধিনায়ক চাপে রয়েছেন। যাবতীয় সমালোচনার জবাব দিতে বিরাটের ব্যাট ফের কবে চওড়া হবে তারই প্রতীক্ষায় সকলে।

English summary
Virat Kohli Plays Poor Shot To Be Dismissed By Lungi Ngidi In Centurion Test. India's Test Captain Has Scored Only 35 Runs Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X