For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট ফের ভাঙলেন সচিনের রেকর্ড! ১৫ জানুয়ারিতেই কোহলির কোন চারটি আন্তর্জাতিক শতরান?

Google Oneindia Bengali News

বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ৫০তম একদিনের আন্তর্জাতিকটি খেলছেন আজ তিরুবনন্তপুরমে। সেটি স্মরণীয় করে রাখলেন একাধিক নজির গড়ে। এদিন কোহলি অপরাজিত থাকলেন ১৬৬ রানের ইনিংস খেলে। ১১০ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও ৮টি ছয়। ওডিআই কেরিয়ারের দ্বিতীয় সর্বাধিক রান করলেন, ১৫ জানুয়ারি দিনটিতে এই নিয়ে চতুর্থ আন্তর্জাতিক শতরান এলো বিরাটের ব্যাট থেকে।

১৫ জানুয়ারি শতরানের বিশেষ দিন

১৫ জানুয়ারি শতরানের বিশেষ দিন

২০১৭ সালের ১৫ জানুয়ারি বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে শতরান হাঁকান। ১০২ বল খেলে করেছিলেন ১২২ রান। এর পরের বছর ১৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে শতরান পান, ২১৭ বল খেলে করেছিলেন ১৫৩। ২০১৯ সালের ১৫ জানুয়ারি ফের শতরান পান কিং কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে করেছিলেন ১১২ বলে ১০৪। ২০১৯ সালের পর ২০২২ সাল অবধি কোহলির ব্যাটে চলে শতরানের খরা। তা মেটার পর ২০২৩ সালের ১৫ জানুয়ারি ফের সেঞ্চুরি পেলেন বিরাট।

সচিনকে পিছনে ফেললেন বিরাট

সচিনকে পিছনে ফেললেন বিরাট

শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন বিরাট একদিনের আন্তর্জাতিকে দশম শতরান পেলেন। যে নজির আর কারও নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে সচিনের ৯টি শতরান রয়েছে। বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে নবম শতরানটি করে সচিনের নজির স্পর্শ করেছিলেন গুয়াহাটিতে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দশম শতরানটিও পেয়ে গেলেন। ওডিআইয়ে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরানের রেকর্ডটি তাই সচিনের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিরাট। দেশের মাটিতে এদিন ২১তম ওডিআই শতরানটি পেলেন কোহলি। দেশের মাটিতে সর্বাধিক ওডিআই শতরানের রেকর্ডটি এতদিন ছিল সচিনের দখলে। গুয়াহাটিতে শতরান করে সচিনের ২০টি শতরানের নজির ছুঁয়েছিলেন বিরাট। এদিন সচিনের সেই রেকর্ডটিও ভেঙে দিলেন।

মাস্টার ব্লাস্টার বনাম কিং কোহলি

একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের ৪৯টি শতরান রয়েছে। বিরাট কোহলি এদিন পেলেন ৪৬তম ওডিআই শতরান। ফলে ওডিআইয়ে সর্বাধিক শতরানের রেকর্ডটিও সচিনের থেকে ছিনিয়ে নেওয়ার দিকে এগিয়ে চলেছেন বিরাট। আন্তর্জাতিক শতরানের সংখ্যা বেড়ে হলো ৭৪। এ ক্ষেত্রেও এখন বিরাটের আগে শুধুই সচিন। সচিন ১০০টি আন্তর্জাতিক শতরান পেয়েছেন। সচিন শতরান হাঁকিয়েছেন এমন ৩৩টি ওডিআই জিতেছে ভারত। রিকি পন্টিং শতরান পেয়েছেন এবং অস্ট্রেলিয়া জিতেছে এমন ওডিআইয়ের সংখ্যা ২৫। তাঁদের চেয়ে এই নিরিখে অনেকটাই এগিয়ে বিরাট। আজও ভারত জয়ের দিকেই এগোচ্ছে, সেক্ষেত্রে কোহলি শতরান হাঁকিয়েছেন এমন ম্যাচে ভারতের জয়ের সংখ্যা বেড়ে হবে ৩৮।

দুরন্ত ছন্দে

বিরাট কোহলির শেষ চারটি ওডিআই ইনিংসের মধ্যে তৃতীয় শতরানটি এসেছে আজ। এদিনই ৬৩ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে বিরাট টপকে যান একদিনের আন্তর্জাতিকে মাহেলা জয়বর্ধনের ১২,৬৫০ রানের নজির। আপাতত একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলি সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। দুরন্ত ফর্ম ধরে রাখতে পারলে এই তালিকার আরও উপরে বিরাট নিশ্চিতভাবেই উঠে আসবেন চলতি বছরেই। অন্তত তৃতীয় স্থানে উঠে আসার জোরালো সম্ভাবনা। ২০২২ সালে বিরাট ১১টি একদিনের আন্তর্জাতিকে ৩০২ রান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে এক সপ্তাহের মধ্যেই ৩টি ম্যাচ খেলে বিরাট ২৮৩ রান করে ফেলেছেন।

English summary
Virat Kohli Goes Past Sachin Tendulkar To Set Unique Record Of Hitting Most ODI Hundreds Against A Single Opponent. Virat Gets 4th International Hundred On 15th January.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X