For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলি অপ্রতিরোধ্য! গেইলকে টপকে এখন বিশ্বরেকর্ডের দোরগোড়ায়

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি চলতি টি ২০ বিশ্বকাপে অপ্রতিরোধ্য, অপরাজেয় থেকেই এগিয়ে চলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন। আজ সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি চার ও দুটি ছয় দিয়ে সাজানো ৪৪ বলে সর্বাধিক ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন।

বিরাট টপকালেন গেইলকে

বিরাট টপকালেন গেইলকে

এই ইনিংসটি খেলার ফাঁকে বিরাট কোহলি টপকে গেলেন ক্রিস গেইলের নজির। টি ২০ বিশ্বকাপে মোট রান সংগ্রহকারীদের তালিকায় ইউনিভার্স বসকে টপকে এখন দ্বিতীয় স্থানে কিং কোহলি। বিরাট ২০১২ সালের টি ২০ বিশ্বকাপ থেকে এখনও অবধি মোট ২৩টি ম্যাচ খেলেছেন। ২১টি ইনিংসে ১০ বার অপরাজিত থেকে তিনি ৯৮৯ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ৮৯। ব্যাটিং গড় ৮৯, স্ট্রাইক রেট ১৩২.০৪। অর্ধশতরানের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। বিরাটের ব্যাট থেকে এসেছে ৮৭টি চার ও ২৬টি ছয়।

সামনে শুধুই জয়বর্ধনে

সামনে শুধুই জয়বর্ধনে

টি ২০ বিশ্বকাপে ক্রিস গেইল ৩৩ ম্যাচে ৩১ ইনিংসে ৯৬৫ রান করেছেন। সেই রান এদিন টপকে গেলেন বিরাট। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি যদি ২৮ রান করে ফেলেন তাহলে টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন বিরাট। শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেই একমাত্র টি ২০ বিশ্বকাপে ১ হাজারের বেশি রান করেছেন। ৩১ ম্যাচে ৩১টি ইনিংসে তাঁর মোট রান ১,০১৬। একটি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে। প্রোটিয়াদের বিরুদ্ধেই সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট। না হলে অন্তত চলতি টি ২০ বিশ্বকাপে সেই রেকর্ড ভাঙছেই। উল্লেখ্য, টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির দখলে রয়েছে সর্বাধিক রানের রেকর্ড। ১০৩ ইনিংসে তিনি ৩৮৫৬ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১২২, গড় ৫২.৮২, স্ট্রাইক রেট ১৩৮.৪৫। একটি শতরান ও ৩৫টি অর্ধশতরান রয়েছে।

অপরাজিত থাকার নজির

অপরাজিত থাকার নজির

বিরাট কোহলি এদিন নিয়ে টি ২০ বিশ্বকাপে মোট ১০টি ইনিংসে অপরাজিত থাকলেন। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দেখা যাচ্ছে বিরাট কোহলি ১০ বার অপরাজিত থেকে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ধরে ফেললেন। পাকিস্তানের শোয়েব মালিক ১২ বার ও প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টি ২০ বিশ্বকাপে ১৪ বার অপরাজিত থেকেছেন।

বিরাট-সূর্য জুটি নিয়ে উচ্ছ্বাস

বিরাট-সূর্য জুটি নিয়ে উচ্ছ্বাস

বিরাট কোহলিকে নিয়ে কয়েক মাস আগেও অনেকেই বলছিলেন, তাঁকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা উচিত হবে কিনা। যদিও সেই সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বিরাট। তাঁর অবিশ্বাস্য ছন্দের উচ্ছ্বসিত প্রশংসা করে সূর্যকুমার যাদব বলেছেন, কোহলির সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন। ফ্যানেরাও বিরাট ও সূর্যকুমার যাদবের পার্টনারশিপ দেখে মুগ্ধ। এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ৪২ বলে অবিচ্ছেদ্য ৯৮ রানের পার্টনারশিপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ বলে ১০৪ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪২ বলে ১০২ রানের পার্টনারশিপের পর এদিন বিরাট-সূর্যকুমারের অবিচ্ছেদ্য জুটিতে উঠল ৪৮ বলে ৯৫ রান। তাঁদের সেলিব্রেশনের ভিডিও-ও ভাইরাল হয়েছে। অনেকেই এই জুটির নাম দিয়েছেন সূর-বীর। বিশ্বকাপ জয়ের আশা উজ্জ্বল করতে ভারত তাকিয়ে থাকবে এই জুটির দিকেই।

English summary
Virat Kohli Needs 28 Runs To Become The Highest Run Scorer In T20 World Cups. King Kohli Overtakes Chris Gayle In The Match Against Netherlands In Sydney.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X