For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর এক পা এগোলেই উইলিয়ামসকে ধরে ফেলবেন কোহলি, কী বলছে পরিসংখ্যান

আর এক পা এগোলেই উইলিয়ামসকে ধরে ফেলবেন কোহলি, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় হাসিল করেছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে নিজেকে আরও একবার মেলে ধরেছেন বিরাট কোহলি। একই সঙ্গে এই ম্যাচেই টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে তিনি এমন কিছু নজির গড়েছেন, যা অনন্য। তেমনই এক নিদর্শন পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

বিরাটের অপরাজিত ৭৩

বিরাটের অপরাজিত ৭৩

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আফসোসের শেষ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে সেই খামতি পূরণ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৪৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট। পাঁচটি চার ও তিনটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

অধিনায়ক হিসেবে দশম অর্ধশতরান

অধিনায়ক হিসেবে দশম অর্ধশতরান

ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করা বিরাট কোহলি, আহমেদাবাদের ইনিংস ধরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ বার অর্ধশতরান হাঁকিয়েছেন। এ সংক্রান্ত বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন রান মেশিন।

প্রথম স্থানে কেন উইলিয়ামসন

প্রথম স্থানে কেন উইলিয়ামসন

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার অর্ধশতরান করা ক্রিকেটারদের তালিকার প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এই ফর্ম্যাটে ১১ বার ৫০-এর বেশি স্কোর রয়েছে কিউয়ি অধিনায়কের নামের পাশে। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অর্ধশতরান হাঁকাতে পারলে কেনকে টপকে যাবেন বিরাট।

২৬তম অর্ধশতরান

২৬তম অর্ধশতরান

আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ইনিংস বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ২৬তম অর্ধশতরান। যা বিশ্বে সর্বাধিক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২১ বার অর্ধশতরান হাঁকিয়েছেন।

ক্রিকেট ছেড়ে কি সন্ন্যাস নিলেন ধোনি? নেটিজেনের প্রশ্নের দোসর মিমক্রিকেট ছেড়ে কি সন্ন্যাস নিলেন ধোনি? নেটিজেনের প্রশ্নের দোসর মিম

English summary
Virat Kohli only behind Kane Williamson on the list of captains with most half centuries in T20I
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X