For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবি অধিনায়ক কোহলি গড়তে পারেন বিরাট কীর্তি

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে শারজায় এবার মহা-ম্যাচ। কাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমার্ধে সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধে সিএসকে ধরে রাখলেও, বিরাট কোহলির দল তা পারেনি। দ্বিতীয়ার্ধে নিজেদের প্রথম ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে ৯২ রানে অল আউট হয়ে বড় ধাক্কা খেয়েছে। কালকের ম্যাচে স্বাভাবিকভাবেই জয়ের মুখ দেখতে মরিয়া আরসিবি।

পারস্পরিক সাক্ষাত

পারস্পরিক সাক্ষাত

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭ বার। ১৭টি ম্যাচেই সিএসকে জিতেছে। ৯টি ম্যাচে জিতেছে আরসিবি। ১টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। চলতি আইপিএলের ১৯তম ম্যাচে মুম্বইয়ে বিরাট কোহলিদের ৬৯ রানে হারিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টস জিতে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজার ২৮ বলে ৬২ ও ফাফ দু প্লেসির ৫০ রানের দৌলতে চার উইকেটে ১৯১ রান তুলেছিল সিএসকে। শেষ ওভারে হর্ষল প্যাটেল বল করতে এলে এই ওভাবে ৫ ছক্কা-সহ ৩৭ রান নিয়েছিলেন জাদেজা। জবাবে ৯ উইকেটে ১২২ রানের বেশি এগোতে পারেনি আরসিবি। জাদেজা তিনটি ও ইমরান তাহির ২টি উইকেট নিয়েছিলেন। জাদেজাই হন ম্যাচের সেরা।

আরসিবিতে পরিবর্তন?

কেকেআর ম্যাচে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্স- তিন মহাতারকার কেউই রান না পাওয়ায় সমস্যা তৈরি হয়। কালকের ম্যাচে তাই আরসিবি-র প্রথম একাদশে পরিবর্তন আসতে পারে। দ্য হান্ড্রেড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভালো ফর্মে থাকা টিম ডেভিডের আইপিএল অভিষেক হতে পারে। ওয়ানিন্দু হাসারঙ্গাকে বাদ দেওয়া হতে পারে। স্পিনার শাহবাজ আহমেদকে খেলানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে। কাইল জেমিসনের জায়গায় খেলানো হতে পারে শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরাকে। তবে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে যেখানে প্রথম একাদশে খুব বেশি রদবদল পছন্দ করেন না সেক্ষেত্রে আরসিবি কতটা পরিবর্তনের রাস্তায় হাঁটবে সেটা দেখার। আরসিবি-র সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, কে এস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, সচিন বেবি বা শাহবাজ আহমেদ, টিম ডেভিড বা ওয়ানিন্দু হাসারঙ্গা, কাইল জেমিসন বা দুষ্মন্ত চামিরা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংসকে সবচেয়ে আশ্বস্ত রাখছে ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্ম। স্যাম কারান নিভৃতবাস কাটিয়ে খেলার জন্য তৈরি। তবে তাঁকে দলে নিতে কাকে বাদ দেওয়া যাবে সেটাই বড় প্রশ্ন। ফাফ দু প্লেসি ও ডোয়েইন ব্র্যাভোর ফিটনেস নিয়ে সংশয় থাকলেও আগের ম্যাচে দুজনেই খেলেছেন। দু প্লেসি ব্যর্থ হলেও ব্র্যাভোর অলরাউন্ড দক্ষতা সিএসকে-র সহজ জয়ের অন্যতম ফ্যাক্টর ছিল। চেন্নাই সুপার কিংস আরসিবি ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা সেটা নির্ভর করবে অম্বাতি রায়ুডুর ফিটনেসের উপর। প্রথম ম্যাচে কনুইয়ে চোট পেয়েছিলেন, তবে স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু মেলেনি। সেদিন ধোনি জানিয়েছিলেন, ফ্র্যাকচার ধরা না পড়লে পরের ম্যাচে রায়ুডু খেলতেই পারেন। রায়ুডু ম্যাচ ফিট না থাকলে রবিন উথাপ্পাকে নামানো হতে পারে। দু প্লেসির জায়গায় খেলানো হতে পারে স্যাম কারানকে। চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু বা রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড।

বিরাট নজিরের হাতছানি

বিরাট নজিরের হাতছানি

২০১৮ সালের আইপিএলের পর থেকে শেষ পাঁচটি সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে মাত্র দুবার হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএলের দ্বিতীয়ার্ধে বিরাট কোহলি নিজেও দ্রুত ফর্মে ফিরতে চাইছেন। কেকেআর ম্যাচে তিনি করেছিলেন ৫। প্লে অফে ওঠা বা আইপিএল চ্যাম্পিয়ন হতে বিরাট কোহলির ফর্মের উপরও নির্ভর করবে আরসিবির সাফল্য। আর ৬৬ রান করলে টি ২০ ক্রিকেটে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ১০ হাজার রান হবে বিরাটের। ক্রিস গেইল, কায়রন পোলার্ড, শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নার ইতিমধ্যেই টি ২০-তে ১০ হাজারের মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন।

English summary
Royal Challengers Bangalore Will Be Up Against Chennai Super Kings In Sharjah On Friday. Virat Kohli Needs 66 Runs To Complete 10000 Runs In T20s.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X