For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউনে বিরাট নজিরের সামনে কোহলি! তৃতীয় দিনে ভারতের ব্যাটিং রণকৌশল নিয়ে কী পরামর্শ গাভাসকরের?

  • |
Google Oneindia Bengali News

কেপ টাউন টেস্টের প্রথম দুই দিনেই পড়ল ২২ উইকেট। ফলে সিরিজ নির্ণায়ক তৃতীয় টেস্টের খেলাও পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনা কার্যত নেই। ভারতের প্রথম ইনিংসে ২২৩ রানের জবাবে আজ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২১০ রানে গুটিয়ে যায়। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৫৭ রান তোলায় লিড বেড়ে হয়েছে ৭০। কেপ টাউনে প্রথমবার টেস্ট জেতা এবং দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জয় নিশ্চিত করতে এখন শুধু দরকার তৃতীয় দিনে সামলে খেলা।

প্রাথমিক ধাক্কা সামলালেন বিরাট-পূজারা

কাল সকালে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ফের শুরু করবেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। ৩৯ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন ভারত অধিনায়ক। মেরেছেন দুটি চার। পূজারা ৩১ বলে ৯ রান করে ব্যাট করছেন, তিনিও দুটি চার মেরেছেন। ভারতের দুই ওপেনার পজিটিভ ব্যাটিং শুরু করলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। ম্যাচের ২.২ ওভারে কাগিসো রাবাডার বলে ময়াঙ্ক আগরওয়ালকে লেগ বিফোর দেন আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক। ময়াঙ্কের রান তখন ৩, রিভিউ নিয়ে রক্ষা পান। ৪.৫ ওভারে সেই রাবাডাই দুরন্ত ডেলিভারিতে ফেরান ময়াঙ্ককে। তাঁর কিছু করারই ছিল না। ক্যাচ চলে যায় স্লিপে দাঁড়ানো ডিন এলগারের হাতে। মার্কো জানসেনের অপর একটি অনবদ্য ডেলিভারিতে আউট হন লোকেশ রাহুল। সিরিজে তৃতীয়বার রাহুল জানসেনের শিকার হলেন। ময়াঙ্ক ১৫ বলে ৭ করে প্যাভিলিয়নে ফিরেছিলেন দলের ২০ রানের মাথায়। ৫.৫ ওভারে দলের ২৪ রানের মাথায় রাহুল আউট হন ২২ বলে ১০ রান করে, তাঁর ব্যাট থেকেও আসে দুটি বাউন্ডারি।

কোহলি ফ্যাক্টর

কোহলি ফ্যাক্টর

এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। ভারতের টেস্ট তথা সিরিজ জয়ের বিষয়টি নির্ভর করছে ব্যাটারদের হাতেই। সুনীল গাভাসকর দিনের শেষে বলেন, এই উইকেটে রান তোলা মোটেই সহজ নয়। তিন দিন হাতে রয়েছে। প্রথম সেশনে উইকেট যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনও মতেই বেশি উইকেট হারানো চলবে না। নিজের স্বাভাবিক খেলা খেলেই পূজারা যোগ্য সঙ্গত দিন বিরাটকে। বিরাট যতক্ষণ ক্রিজে থাকবেন ততই বাড়বে ভারতের জয়ের সম্ভাবনা। গাভাসকরের মতে, কাল টেস্টের তৃতীয় দিন। রোলিংয়ের পর উইকেট তুলনায় কিছুটা ব্যাটিং সহায়ক হবে। তাই প্রথম সেশন সাবধানে কাটিয়ে দিতে পারলেই দ্বিতীয় সেশন থেকে রান তোলার গতি বাড়ানো সহজ হবে। সেই সঙ্গে গাভাসকরের পরামর্শ, সতীর্থরা উইকেটের অপর প্রান্তে সঙ্গত দিলেই বড় ইনিংস খেলতে পারবেন প্রত্যয়ী ও শৃঙ্খলা দেখানো বিরাট। ভালো বলে চার মারার নিরিখেও পূজারার চেয়ে এগিয়ে বিরাট, সেই সুযোগটাই অধিনায়ককে দিন সতীর্থরা।

নজিরের হাতছানি

বিরাট কোহলি নিজের ৯৯তম টেস্টে ১৬৮তম ইনিংসে এখনও অবধি ৭৯৪৭ রান করেছেন। কাল আর ৫৩ রান যোগ করলেই তিনি টেস্টে ৮ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। বিরাট কোহলির বিরুদ্ধে মার্কো জানসেনকে ওভার দ্য উইকেট বল করানো দক্ষিণ আফ্রিকার পক্ষে ভুল হয়েছে বলে মনে করেন গাভাসকর। মর্নি মরকেলের মতে, ভারতকে সহজে রান পেতে দিলে চলবে না। কেন না, ইতিমধ্যেই ১৭ ওভারে ২ উইকেটে ৫৭ তুলে ৭০ রানে এগিয়ে গিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা এই সিরিজে পাঁচ ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে। ওয়ান্ডারার্সে ২০০-র কাছাকাছি টার্গেট তাড়া করাই কঠিন হবে ডিন এলগারদের। অন্তত জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদবরা যে দাপট দেখিয়েছেন।

নো বলে চিন্তা!

নো বলে চিন্তা!

দক্ষিণ আফ্রিকার চিন্তা বাড়াচ্ছে অতিরিক্ত রান দেওয়াও। বাই থেকে ৫, লেগ বাই থেকে ১ ও নো বল থেকে ৭ রান আসায় অতিরিক্ত মোট ১৩ রান যোগ হয়েছিল ভারতের প্রথম ইনিংসে। ২২ ওভারে ৫টি নো বলই করেছিলেন রাবাডা। দ্বিতীয় ইনিংসে ৬ ওভারেই ৫টি নো বল করে বসেছেন তারকা পেসার। ভারতের দ্বিতীয় ইনিংসে এখনও অবধি সর্বাধিক রান মিস্টার একস্ট্রার। ৮ রান এসেছে বাই থেকে, লেগ বাই থেকে ৪, সঙ্গে নো বল ৫। ভারতের বোলাররা ১৮ রান অতিরিক্ত দেন। তার মধ্যে ফিল্ডিংয়ের সময় উইকেটকিপারের পিছনে থাকা হেলমেটে বল লেগে ৫ রান পেনাল্টি। বাই ও লেগ বাই থেকে এসেছে ৪ রান করে, নো বল চারটি, ওয়াইড একটি। প্রথম ইনিংসে ভারত এগিয়ে ছিল মাত্র ১৩ রানে। সিরিজ নির্ণায়ক টেস্টে তাই ফারাক গড়তেই পারে মিস্টার একস্ট্রা!

English summary
Virat Kohli Needs 53 Runs To Complete 8000 Test Runs As India Favourite To Win Series Against South Africa In Cape Town. At Stumps Of Day 2, India Lead By 70 Runs With 8 Wickets Remaining.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X