বিরাট-ফেডেরার 'কোডাক মোমেন্ট'! ক্রিকেট পিচ ছেড়ে টেনিস কোর্টে কোহলি, দেখলেন জোকারের জয়
অস্ট্রেলিয়ায় কাজ ফুরিয়েছে। নিউজিল্যান্ড সফরে রওনা হওয়ার আগে হাতে একটা ছুটির দিন। কিন্তু খেলার মাঠ থেকে দূরে থাকতে পারলেন না বিরাট। ক্রিকেট পিচ ছেড়ে হাজির হলেন অস্ট্রেলিয়ান ওপেনের টেনিস কোর্টে। আর তাঁর আগমনে তৈরি হল ফটোগ্রাফারদের ভাষায় এক 'কোডাক মোমেন্ট'। ক্রিকেটের রাজা বিরাটের সঙ্গে দেখা হল টেনিস সম্রাট রজার ফেজেরারের।

বিরাটের সঙ্গে ছিলেন, স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কাও। ক্রিকেট-টেনিস-বলিউডের এই ত্রহ্যস্পর্শের মুহূর্ত কি আর ফটোগ্রাফাররা হাতছাড়া করতে পারেন? তাঁদের অনুরোদে তিনজনে হাসিমুখেই পোজ দিলেন। তবে শুধু ফেডেরারে সঙ্গে মোলাকাত নয়, এর কিছুক্ষণ পর বিরুষ্কাকে দেখা যায় রড লেভার এরিনার ভিআইপি গ্যালারিতে।
কোর্টে সেই সময় খেলা চলছিল জকোভিচ ও কানাডিয়ান টেনিস খেলোয়াড় ডেনিস সাপোভালোভ-এর। তৃতীয় রাউন্ডের সেই ম্যাচে অনায়াসেই জয় পান জকোভিচ। পরে ফেডেরারে সঙ্গে সাক্ষাত ও অনুষ্কাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের গ্যালারি আলো করে বসে থাকার ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারত অধিনায়ক।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">What a day at the Australian open. ❤😍👌👌 An amazing way to finish the Australian summer. Forever grateful🙏😇❤<a href="https://twitter.com/hashtag/ausopen?src=hash&ref_src=twsrc%5Etfw">#ausopen</a> <a href="https://t.co/fqOiekjH3F">pic.twitter.com/fqOiekjH3F</a></p>— Virat Kohli (@imVkohli) <a href="https://twitter.com/imVkohli/status/1086529811504345088?ref_src=twsrc%5Etfw">January 19, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগে রোহিত শর্মা, দীনেশ কার্তিক-হ ভারতীয় দলের কয়েকজন সদস্যকে মেলবোর্ন ম্যাচের আগেই অস্ট্রেলিয়ান ওপেনের গ্য়ালারিতে দেখা দিয়েছিল।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> ✌🏻<a href="https://twitter.com/AustralianOpen?ref_src=twsrc%5Etfw">@AustralianOpen</a> <a href="https://t.co/GNuqGhnQAz">pic.twitter.com/GNuqGhnQAz</a></p>— Rohit Sharma (@ImRo45) <a href="https://twitter.com/ImRo45/status/1085502243745411072?ref_src=twsrc%5Etfw">January 16, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>