For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: কোহলি চেন্নাই ম্যাচের পরই বিরাট ধাক্কার মুখে? চলতি আইপিএলেই হারাতে পারেন অধিনায়কত্ব!

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলির উপর চাপ কমবে কি, বেড়েই চলেছে। টি ২০ বিশ্বকাপের আগে ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আরসিবি-র অধিনায়কত্ব না ছেড়ে কী করে তিনি আগেভাগে তাড়াহুড়ো করে ভারতের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতে পারেন? কয়েক ঘণ্টার মধ্যেই বিরাট ঘোষণা করেন এই আইপিএলেই শেষবার তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে নেতৃত্ব দিচ্ছেন। এরপর কেরিয়ারের শেষ আইপিএল ম্যাচ অবধি তিনি সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলবেন।

সরানো হতে পারে বিরাটকে

সরানো হতে পারে বিরাটকে

যদিও বিরাটের সেই ইচ্ছা পূরণ নাও হতে পারে। কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগের দিন আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন বিরাট। সেই ম্যাচে আরসিবি ৯২ রানে গুটিয়ে যায়, ৯ উইকেটে বিরাট জয় ছিনিয়ে নেয় নাইটরা। একটি সংবাদ সংস্থার দাবি, চেন্নাই সুপার কিংসের কাছে আজ আরসিবি হেরে গেলে বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে পারে আরসিবি ম্যানেজমেন্ট। পরিসংখ্যানও অবশ্য বিরাটের পাশে নেই! এখনও অবধি আইপিএলে আরসিবি ও সিএসকে মোট ২৮টি ম্যাচ খেলেছে। চেন্নাই সুপার কিংস জিতেছে ১৮টিতে, আরসিবি ৯টিতে। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে বিরাটদের ৬৯ রানে হারিয়েছিলেন ধোনিরা। বিরাট কোহলির নেতৃত্বে ১৪টি সাক্ষাতে মাত্র চারবার জিতেছে আরসিবি। গত আইপিএলে দুবাইয়ে প্রথম ম্যাচে আরসিবি ৩৭ রানে হারলেও ফিরতি ম্যাচে পরাস্ত হয়েছিল ৮ উইকেটে।

সিদ্ধান্তে অসন্তোষ

সিদ্ধান্তে অসন্তোষ

বিরাট কোহলি কেকেআর ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল না তা সাংবাদিক বৈঠকে এসে স্পষ্ট করে দিয়েছিলেন টিম ডিরেক্টর তথা কোচ মাইক হেসন। বিরাট আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করে যে সঠিক কাজ করেননি তেমনটাই মনে করছে আরসিবি ম্যানেজমেন্ট। প্রকাশ্যে কেউ না মুখ খুললেও সকলেই মনে করছেন, বিরাট যদি এই আইপিএলেই শেষবার নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করে থাকতেন তাহলে তিনি তো প্রথমেই সেই ঘোষণা করে দিতে পারতেন। বিরতির পর সংযুক্ত আরব আমিরশাহীতে দ্বিতীয়ার্ধ শুরুর আগে এমন ঘোষণায় দলের বাঁধন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থেকে যায়।

আগেও নজির আছে

আগেও নজির আছে

প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীরও বলেছেন, এই ঘোষণা বিরাট আইপিএলের শেষেই করতে পারতেন। কেন না, এমন সিদ্ধান্তে দলের বাঁধন, ছন্দ নষ্ট হতে পারে, দলে অন্যরকম আবেগ তৈরি হয়। সঞ্জয় মঞ্জরেকরও বিরাটের জাতীয় দল ও আরসিবির অধিনায়কত্ব ছাড়ার সময় সঠিক হয়নি বলেই মনে করেন। এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, কেকেআর ম্যাচে বিরাটকে বারবার অসহায় দেখিয়েছে। তিনি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তা বারবার প্রকট হয়েছে। সে কারণেই বিরাটকে আরসিবি চলতি আইপিএলেই অধিনায়কত্ব থেকে সরাতে পারে যদি দল কাঙ্ক্ষিত ফল না করে। এর আগে, গত আইপিএলে দীনেশ কার্তিককে সরিয়ে ইয়ন মর্গ্যানকে নেতৃত্বের ভার দিয়েছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদেও ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনকে ক্যাপ্টেন করা হয়েছে এবারের আইপিএলের প্রথমার্ধেই। কেউ নিজে থেকে ছাড়ার ঘোষণা করেছেন, কাউকে সরানো হয়েছে। ফলে কেকেআর ম্যাচের পর বলাই যায় আরেকটা খারাপ ম্যাচ গেলেই বিরাটকে যদি আরসিবি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই।

ছন্দহীন কোহলি

ছন্দহীন কোহলি

কেকেআর ম্যাচে বিরাট কোহলি ৫ রানে আউট হয়েছেন। ৮ ম্যাচে তাঁর রান ২০৩, সর্বাধিক অপরাজিত ৭২। গড় ২৯, স্ট্রাইট রেট ১২১.৫৫। ড্যানিয়েল ভেত্তোরির পর আরসিবি অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি, ২০১৩ সালে। একবারও খেতাব জেতাতে পারেননি আরসিবিকে। ১৩২টি ম্যাচের মধ্যে জয় মাত্র ৬২টিতে। আরসিবি অধিনায়ক হিসেবে বিরাটের সাফল্যের শতকরা হার ৪৫ শতাংশ। ফলে ধোনির চেন্নাই ম্যাচই অগ্নিপরীক্ষা হতে পারে অধিনায়ক বিরাটের। বিরাট কোহলির টি ২০-তে ১০ হাজার রান পূর্ণ করতে দরকার ৬৬ রান। ইতিমধ্যেই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধ করেছে, টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলের ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দিতে। বিরাট যদি খারাপ খেলেন এবং অধিনায়ক বদল হয় তাহলে কোহলিকেও বিশ্রাম দিতে পারে আরসিবি। তবে যদি আজকের ম্যাচ-সহ কয়েকটি ম্যাচ আরসিবি জিতে প্লে অফে জায়গা পাকা করে ফেলে তাহলে প্লে অফের আগেও বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

English summary
Virat Kohli May Be Removed From Royal Challengers Bangalore Captaincy If They Fail To Beat CSK. Kohli's Decision To Quit RCB Captaincy After IPL 2021 Not Supported By Many.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X