For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে করা শতরানকে কত নম্বরে রাখলেন বিরাট, জেনে নিন

বিরাট কোহলির অনবদ্য ১৪৯ রানের উপর ভর করে এজবাস্টন টেস্টে লড়াইয়ে রয়েছে ভারত। বলা যায় বিরাটের ব্যাট থেকে এই ঝাঁ চকচকে ইনিংসটা এলে ম্যাচ হারতেও পারত ভারত।

Google Oneindia Bengali News

বিরাট কোহলির অনবদ্য ১৪৯ রানের উপর ভর করে এজবাস্টন টেস্টে লড়াইয়ে রয়েছে ভারত। বলা যায় বিরাটের ব্যাট থেকে এই ঝাঁ চকচকে ইনিংসটা এলে ম্যাচ হারতেও পারত ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে করা শতরানকে কত নম্বরে রাখলেন বিরাট, জেনে নিন

তবে, এখনও ভারত ম্যাচ জিততে পারবে কি না তার কোনও নিশ্চয়তা নেই, তবে এক বিষয়ে নিশ্চিত ভাবে বলা যায় লড়াইয়ের জায়গা তৈরি করেছে বিরাটের টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই দিল্লির এই ব্যাটসম্যানের অসামান্য ইনিংসের প্রশংসা ক্রিকেট সমর্থকদের মুখে।

কিন্তু যাঁর এই শতরানকে ঘিরে এত উচ্ছ্বাস, সেই বিরাট কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের এই ইনিংসকে দ্বিতীয় স্থানে রাখছেন।

বিরাট এক নম্বরে রাখছেন চার বছর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে খেলা ১৪১ রানের ইনিংসকে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা এই ইনিংসটাকে কত নম্বরে রাখবেন জিজ্ঞাসা করা হলে বিরাট বলেন, 'আমি জানি না। তবে, অ্যাডিলেডে খেলা ইনিংসের পরে থাকবে এটা। অ্যাডিলেড আমার কাচে ভীষণ স্পেশ্যাল। সেকেন্ড ইনিংসে আমি সেই ইনিংসটা খেলেছিলাম। পঞ্চম দিনে ৩৬৪ রানে পিছনে ধাওয়া করছিলাম আমরা। তবে, এই ইনিংসের সম্পর্কে বলতে গেলে আমি বলব এই ইনিংস খেলে আমি খুশি।'

তাঁর আরও সংযোজন, 'শুধু শতরান করাই আমার লক্ষ্য ছিল না নিজের ফর্মকে ধরে রাখার লক্ষ্যও ছিল। যখন আউট হলাম তখন প্রচন্ড খারাপ লাগছিল। অন্তত ১০-১৫ রানের লিড নিতে পারতাম আমরা। তবে, আমি খুশি। এখানে আমার মানসিকতার এবং শরীরী ক্ষমতার একটা পরীক্ষা ছিল। আমি খুশি ওদের রানের কাছাকাছি আসতে পেরে। দলকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়াই ছিল আমার।'

English summary
Virat Kohli played outstanding innings at Edgbaston. He scored century. He marks the century as second best.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X