For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC Ranking: টি-২০ ক্রমতালিকায় নিজের স্থান রাখলেন বিরাট, শীর্ষে পাকিস্তানের এই তারকা

ICC Ranking: টি-২০ ক্রমতালিকায় নিজের স্থান রাখলেন বিরাট, শীর্ষে পাকিস্তানের এই তারকা

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচে রান না পেলেও আইসিসি'র সদ্য প্রকাশিত ব্যাটসম্যানদের টি-২০-এর ক্রমতালিকায় প্রথম দশে নিজের জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি। প্রথম দশের শেষ স্থানে অর্থাৎ দশ নম্বরেই রয়েছেন বিরাট। এই তালিকায় দ্বিতীয় ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন কে এল রাহুল।

ICC Ranking: টি-২০ ক্রমতালিকায় নিজের স্থান রাখলেন বিরাট, শীর্ষে পাকিস্তানের এই তারকা

আইসিসির প্রকাশিত সদ্য টি-২০ ক্রমতালিকায় ৬৫৭ পয়েন্ট নিয়ে দশ নম্বর স্থান ধরে রেখেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রথম পাঁচে জায়গা করে নেওয়া কে এল রাহুল রয়েছেন চতুর্থ স্থানে। ভারতীয় ওপেনারের সংগৃহীত পয়েন্ট ৭২৯।

প্রত্যাশা মতোই শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম। ৮০৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার। পাকিস্তান অধিনায়ক বাবরের ঠিক পরেই রয়েছেন তাঁর সতীর্থ মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষকের পয়েন্ট ৭৯৮। দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম রয়েছেন তৃতীয় স্থান। তাঁর পয়েন্ট ৭৯৬।

উল্লেখ্য, টি২০-র সেরা দশ বোলার ও অলরাউন্ডারের তালিকায় অবশ্য ভারতের কোনও ক্রিকেটারের জায়গা হয়নি।

টি-২০ ব্যাটারা বা বোলারদের তালিকায় ভারতীয়দের সেই মতো দাপট না থাকলেও ওডিআই ফরম্যাটের ক্রমতালিকায় ভাল মতো জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ৮১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি এবং তাঁর ঠিক পরেই ৭৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা। এই তালিকাতেও শীর্ষ স্থান দখলে রেখেছেন বাবর আজম। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮৭৩। বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছে জসপ্রীত বুমরাহ।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ভারতের জার্সিতে অভিষেক হওয়া রবি বিষ্ণোই দুই উইকেট নেয় ভারতের হয়ে। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করেন তিনি। দুই উইকেট পেয়েছেন হর্ষল প্যাটেলও। ১৯ বলে ৪০ রানে ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। আইপিএল নিলামে মারাত্মক দর পাওয়া ঈশান কিষানের ব্যাট থেকেও আসে ভাল রান। উল্লেখ্য, প্রথম ম্যাচে রান পাননি বিরাট কোহলি। ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।

English summary
Virat Kohli maintains his position in ICC Ranking. He is in the 10th position in the t20 batter ranking. Where as his position is second in ODI batter ranking. Babar Azam holds the top place in both ranking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X