For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড একটিতে হারলেই সুবিধা ভারতের! টি ২০ বিশ্বকাপের সূচি বিরাটদের সামনে রেখেছে কোন সুযোগ?

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের গ্রুপ ২ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা নিয়ে চলছে চর্চা। জয়ের হ্যাটট্রিক করা পাকিস্তানের যেহেতু স্কটল্যান্ড ও নামিবিয়ার সঙ্গে দুটি ম্যাচ বাকি, ফলে বাবর আজমদের শেষ চারে ওঠা নিয়ে কোনও সংশয় নেই। দুই দলের কাছে পাকিস্তান হারবে এটা বড় পাক-বিরোধীরও হজম করা কঠিন। ভারত অবশ্য তিনটি ম্যাচ জিতলেই শেষ চারে চলে যেতে পারবে না। এটা নির্ভর করবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বাকি ম্য়াচগুলির ফলাফলের উপর। তবে ক্রীড়াসূচিতে একটা সুবিধা ভারত পাবে।

টি ২০ বিশ্বকাপের সূচি বিরাটদের সামনে রেখেছে কোন সুযোগ?

নিউজিল্যান্ডকে বাকি তিনটি ম্যাচ খেলতে হবে পাঁচ দিনের ব্যবধানে, তিনটি শহরে। তাও আবার সবগুলি দিনের ম্যাচ অর্থাৎ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে শুরু। বুধবার কেন উইলিয়ামসনদের ম্যাচ রয়েছে স্কটল্যান্ডের বিরুদ্ধে দুবাইয়ে। ৫ নভেম্বর শারজায় নামিবিয়ার বিরুদ্ধে খেলে সুপার টুয়েলভের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ৭ নভেম্বর আবু ধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে। বিরাট কোহলিদের সব ম্যাচই শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহীর গরমে দিনে কোনও ম্যাচ খেলতে হচ্ছে না। ভারতের খেলাগুলি রয়েছে চলতি মাসের ৩, ৫ ও ৮ তারিখ। নিউজিল্যান্ডকে যেমন তিনটি আলাদা শহরে গিয়ে দিনের ম্যাচ খেলতে হবে সেখানে ভারত শেষ দুটি ম্যাচ খেলবে দুবাইয়ে। শুধু বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে আবু ধাবিতে। ৫ তারিখ একই সময়ে ভারত খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। ৫ তারিখ অবধি নিউজিল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার পরই ভারতের খেলা শুরু। ফলে নেট রান রেটের হিসেব কষে জয়ের লক্ষ্যে ঝাঁপাতে পারবে ভারতীয় দল।

টি ২০ বিশ্বকাপের সূচি বিরাটদের সামনে রেখেছে কোন সুযোগ?

ভারতের শেষ ম্যাচ ৮ নভেম্বর নামিবিয়ার বিরুদ্ধে। এ ক্ষেত্রেও দারুণ সুযোগ রয়েছে বিরাট কোহলিদের সামনে। এই ম্যাচের আগের দিনই আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্য়ান্ডের ম্যাচ। যদি আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবেই না। কেন না, আফগানিস্তানের নেট রান রেট দারুণ জায়গায় রয়েছে। কিন্তু যদি ভারত ও নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে যায় তাহলে আফগানরা দাঁড়িয়ে থাকবে চার পয়েন্টেই। এখন স্কটল্যান্ড বা নামিবিয়ার মধ্যে কোনও দল যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে শেষ চারে ওঠার লড়াই জমজমাট হয়ে যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড আফগানিস্তানকে শেষ ম্যাচে হারালেও ৬ পয়েন্টের বেশি এগোতে পারবে না। নেট রান রেট বর্তমানে নিউজিল্যান্ডের ০.৭৬৫, ভারতের মাইনাস (-) ১.৬০৯। ভারত আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারালে নেট রান রেটের অনেকটাই উন্নতি হবে। যেহেতু নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সুপার টুয়েলভের শেষ ম্যাচ হয়ে যাওয়ার পরদিন ভারত নামিবিয়ার বিরুদ্ধে খেলবে, ফলে নেট রান রেটের হিসেব কষেই সেই ম্যাচ জিততে চাইবেন বিরাট কোহলিরা।

টি ২০ বিশ্বকাপের সূচি বিরাটদের সামনে রেখেছে কোন সুযোগ?

ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা সহজ হয়ে যাবে যদি আফগানিস্তান দুটি ম্যাচেই হারে এবং নিউজিল্যান্ড বাকি তিনটির মধ্যে একটি ম্যাচে পরাজিত হয়। স্কটল্যান্ড বা নামিবিয়ার কাছেই কিউয়িদের হারের প্রত্যাশা করতে হবে ভারতকে। নিউজিল্যান্ড যদি বাকি তিনটি ম্যাচেই জিতে যায় তাহলে ভারতের কোনও আশা থাকবে না। সেক্ষেত্রে ভারত-নামিবিয়া ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। আবার আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে আফগানদের নেট রান রেট টপকে যাওয়া ভারতের পক্ষে অত্যন্ত কঠিন হবে। স্কটল্যান্ডকে আফগানিস্তান ১৩০ রানে হারিয়েছিল। তেমন বড় ব্যবধানে বিরাটরা যদি স্কটদের হারিয়ে দেন তাহলেও আশা থাকবে। সবমিলিয়ে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করছে বিরাটদের বিশ্বকাপে টিকে থাকা।

English summary
Virat Kohli Led India May Reach T20 World Cup Semi Finals By Taking The Advantage Of Schedule. India Will Take On Namibia In Their Last Match After New Zealand vs Afghanistan Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X