For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিআরএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মেজাজ হারালেন বিরাট-রাহুল, স্টাম্প মাইকে স্পষ্ট বললেন এই সব, নিজে কানেই শুনুন

ডিআরএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মেজাজ হারালেন বিরাট-রাহুল, স্ট্যাম্প মাইকে স্পষ্ট বললেন এই সব, নিজে কানেই শুনুন

Google Oneindia Bengali News

ব্যাটসম্যানদের ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকা'কে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে বড় রান টার্গেট দিতে পারেনি ভারত। একমাত্র ঋষভ পন্থের চওড়া ব্যাটের কারণে কেপ টাউনে টিকে রয়েছে বিরাট কোহলির দল। কিন্তু হঠাৎ করেই ঋষভ পন্থের লড়াকু শতরান'কে পিছনে ফেলে কেপ টাউন টেস্টে হঠাৎই আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ডিআরএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে মেজাজ হারালেন বিরাট-রাহুল, স্ট্যাম্প মাইকে স্পষ্ট বললেন এই সব, নিজে কানেই শুনুন

দক্ষিণ আফ্রিকা'র অধিনায়ক ডিন এলগার ডিসিশন রিভিউ করে লাইফ লাইন পেয়ে যাওয়া ম্যাচের শেষ দিকেই মেজাজ হারান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ইনিংসে ২১তম ওভারের। ভারতের দেওয়া ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা তখন ১ উইকেট হারিয়ে তুলে ফেলেছে ৬০ রান। কিগন পিটারসেন এবং ডিন এলগারের ব্যাট তখন ধীরে ধীরে ম্যাচের গ্রিপ নিজের হাতে নিচ্ছে প্রোটিয়া বাহিনী। এই অবস্থায় রবিচন্দ্রন অশ্বিনের বল গিয়ে লাগে ডিন এলগারের প্যাডে। ভারতের এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সাড়াও দেন অনফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস।

আম্পায়ারের সিদ্ধান্তে ভরসা করতে না পারায় রিভিউ নেন এলগার। দক্ষিণ আফ্রিকার রিভিউতে বল ট্র্যাকিংয়ের সময় দেখা যায় ডেলিভারিটা চলে যেতো স্টাম্পের ওপর এলগার'কে লাইফ লাইন দেন তৃতীয় আম্পায়ার আলাহুদিন পালেকার।

এই বল ট্র্যাকিং টেকনোলজি মূলত পরিচালনা করে হক আই নামের একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যারা সম্প্রচারকারীদের ডেটা দিয়ে থাকে। দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টও তাদের সাহায্য নিয়েই ম্যাচে আম্পায়ারদের সাহায্য করছে। তাঁর দলের বিরুদ্ধে সিদ্ধান্ত ভেসে উঠতে দেখএ রাগ সামলাতে পারেননি বিরাট কোহলি। বিরাটের ডেপুটি লোকেশ রাহুলও কুমন্তব্য করেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। যা পুরোপুরি ধরা পড়েছে স্ট্যাম্প মাইকে। এ দিন ইচ্ছা করেই স্ট্যাম্প মাইকের সামনে মুখ নিয়ে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন কোহলি। তিনি বলেন, "নিজেদের দল যখন বল চকচকে বানায়, তখন তাদের ওপর মনোযোগ দাও, প্রতিপক্ষের ওপর নয়। সবসময় লোকজনকে ধরার চেষ্টা চলছেই।" লোকেশ রাহুল'কে বলতে শোনা যায়, "পুরো দেশ এই এগারো জনের বিরুদ্ধে রয়েছে।"

এই গোটা ঘটনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ডিআরএস নিয়ে বিভিন্ন প্রকার মন্তব্য ভেসে আসে নেটাগরিকদের কাছ থেকে। ডিআরএস নিয়ে একাধিক বিতর্ক থাকলেও বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীর মতো অধিকাংশ-ই সমর্থন করেছেন সিদ্ধান্ত'কে। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় বোলিং দলের কোচ পরশ মামমব্রে বলেছেন, "মাঠের মধ্যে প্রত্যেকেই সেরাটা দেওয়া চেষ্টা করে। এই রকম পরিস্থিতি তৈরি হলে অনেকেই অনেক কিছু বলে। এমনটা হয়েই থাকে খেলায়। সব কিছু পিছনে ফেলে এগিয়ে যেতে হবে।"

ভারতের ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে কেপ টাউন টেস্টের তৃতীয়দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০১/২। তৃতীয় দিনের শেষ বলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ডিন এলগার। বুমরাহের বলে উইকের পিছনে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ৩০ রানে প্যাভিলিয়নে ফেরে প্রোটিয়া অধিনায়ক। অপর ওপেনার এইডেন মার্করাম ১৬ রানে শামির বলে আউট হয়েছে। ৪৮ রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন কিগন পিটারসেন।

English summary
Virat Kohli slams the DRS after a LBW decision was overturn against Team India. He also expressed his discomfort with the decision. He went to the stump mike and mocks the system. Social Media is in split after this happened. Few supports Kohli but most of the fans criticized him for expressing the frustration over the stump mike.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X