For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলি চলে এলেন একদিনের আন্তর্জাতিকে প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে, উত্থান শুভমান-সিরাজেরও

আইসিসি একদিনের আন্তর্জাতিকের প্লেয়ারদের র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শুভমান গিল, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের।

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ওডিআই শতরান হাঁকিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। যদিও আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে ব্যাট হাতে হতাশই করেছেন কিং কোহলি। কিন্তু তারই মধ্যে সুখবর কোহলি-ভক্তদের জন্য। বিশ্বের প্রথম পাঁচ ব্যাটারের তালিকায় এবার ঢুকে পড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট কোহলি এখন ODI ব্যাটারদের মধ্যে বিশ্বের প্রথম পাঁচে

আইসিসি একদিনের আন্তর্জাতিকের প্লেয়ারদের র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে এসেছেন বিরাট কোহলি। তিনি রয়েছেন চতুর্থ স্থানে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৭। দুইয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৬। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক রয়েছেন তিনে, ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে। বিরাট কোহলির রেটিং পয়েন্ট ৭৫০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচে চেনা ছন্দে সাফল্য পেলে বিরাট আরও উঠে আসতে পারেন এই তালিকায়, যেটি প্রকাশিত হবে আগামী সপ্তাহে।

বিরাট ছাড়াও আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা, তিনি আছেন দশম স্থানে। শ্রেয়স আইয়ার ১৫ নম্বরে রয়েছেন। ১০ ধাপ উঠে শুভমান গিল চলে এসেছেন ২৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬২৪। শুভমান আজ দ্বিশতরান করেছেন। ফলে নিশ্চিতভাবেই তাঁর র‍্যাঙ্কিংয়ে উত্থানের ধারা বজায় থাকবে।

বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মহম্মদ সিরাজের। ২৮ বছরের এই পেসার ১৫ ধাপ উঠে চলে এসেছে তৃতীয় স্থানে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজ পেয়েছিলেন ৯ উইকেট। তাঁর কেরিয়ারের সেরা রেটিং ৬৮৫ পয়েন্ট নিয়ে সিরাজ জায়গা করে নিয়েছেন ট্রেন্ট বোল্ট (৭৩০) ও জশ হ্যাজলউডের (৭২৭) পরেই। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরাজ এখনও অবধি ২টি মেডেন-সহ ৭ ওভারে ২৮ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। কুলদীপ যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। তিনি বোলারদের তালিকায় সাত ধাপ উঠে রয়েছেন ২১-এ।

English summary
Virat Kohli Jumps Two Place To Claim The Fourth Spot Off ICC ODI Rankings For Batters. Shubman Gill, Mohammed Siraj And Kuldeep Yadav Also Well Compensated For Their Performances Against Sri Lanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X