For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-২০ ক্রমতালিকায় বিরাট লাফ এশিয়া কাপে শতরান পাওয়া কোহলির

টি-২০ ক্রমতালিকায় বিরাট লাফ এশিয়া কাপে শতরান পাওয়া কোহলির

Google Oneindia Bengali News

আইসিসি'র সদ্য প্রকাশিত ক্রমতালিকায় বিরাট উন্নতি করলেন বিরাট কোহলি। ১৪ ধাপ উঠে এসে টি-২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ ১৫ নম্বর স্থানে অবস্থান করছেন কোহলি। সদ্য ই ফর্মে ফিরেছেন কোহলি। দীর্ঘ সময়ের ব্যর্থতা কাটিয়ে এশিয়া কাপ ২০২২-এ নিয়মরক্ষার ম্যাচে দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন বিরাট। এর আগে টি-২০ ফরম্যাটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শতরান করলেও এটি ছিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটের প্রথম শতরান।

আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় উন্নতি বিরাটের:

আইসিসি'র টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় উন্নতি বিরাটের:

লাগাতার ব্যর্থ কোহলি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ২৯ নম্বরে নেমে গিয়েছিলেন। তবে, পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের পর এশিয়া কাপ ২০২২-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহাকারী হওয়ার ফলে আবারও এই তালিকায় অনেকটা উঠে এলেন তিনি। বর্তমানে ১৪ ধাপ উঠে এসে টি-২০ ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ ১৫ নম্বর স্থানে অবস্থান করছেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করা ছাড়াও নিজাকাত খানের দুর্বল হংকং-এর বিরুদ্ধে অর্-শতরান করেন কোহলি। বাবর আজমের নেতৃত্বাধীন অনভিজ্ঞ পাকিস্তান বোলারের সামনে পেয়ে রান করতে ভুল করেননি সুযোগসন্ধানী কোহলি।

আইসিসি'র বোলার এবং অলরাউন্ডার ক্রমতালিতায় উন্নতি হাসারাঙ্গার:

আইসিসি'র বোলার এবং অলরাউন্ডার ক্রমতালিতায় উন্নতি হাসারাঙ্গার:

এশিয়া কাপ ২০২২ জয়ী দল শ্রীলঙ্কার অন্যতম সদস্য ওয়ানিন্দু হাসারাঙ্গা উন্নতি করেছেন বোলারদের র্যাঙ্কিং-এ। তিন ধাপ উঠে এসেছে আইসিসি টি-২০ র্যাঙ্কিং-এ বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ উঠে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে তিন উইকেট সংগ্রহ করে হাসারাঙ্গা। ২০২২ সালে জেতার ফলে ষষ্ঠ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষ ৩৪ ধাপ উঠে ৩৪ নম্বরের নিজের জায়গা করে নিয়েছেন।

শীর্ষে শাকিব:

শীর্ষে শাকিব:

তাঁর দল গ্রুপ পর্যায় থেকে বিদায় নিলেও শাকিব আল হাসান অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন। এশিয়া কাপে সম্পূর্ণ অফ-কালর থাকা মহম্মদ নবিকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন শাকিব। ২০২২ এশিয়া কাপে শাকিবের নেতৃত্বে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।।

শীর্ষ স্থান ধরে রখেছেন রিজওয়ান:

শীর্ষ স্থান ধরে রখেছেন রিজওয়ান:

আইসিসি'র বিচারে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপের মধ্যেই শীর্ষ স্থানে উঠে আসেন রিজওয়ান। ৮১০ রেটিং নিয়ে রিজওয়ান রয়েছেন শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, তাঁর রেটিং ৭৯২। ৭৭১ রেটিং নিয়ে বাবর আজম রয়েছেন তৃতীয় স্থানে। প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি সূর্যকুমার যাদব। ৭৫৫ রেটিং নিয়ে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

স্বস্তির বাতাবরণ বিসিসিআই-এর অন্দরে, আগামী তিন বছর বোর্ড সভাপতির পদে থাকছেন সৌরভ, সচিব পদে কাজ চালিয়ে যাবেন জয়স্বস্তির বাতাবরণ বিসিসিআই-এর অন্দরে, আগামী তিন বছর বোর্ড সভাপতির পদে থাকছেন সৌরভ, সচিব পদে কাজ চালিয়ে যাবেন জয়

English summary
Virat Kohli jumped 14 spots in newly Published ICC T20I batsmen ranking to place at 15. Virat was the second highest run scored in recently concluded Asia Cup 2022 with a century and two half-centuries beside his name.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X