For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাজের দারুণ সার্টিফিকেট, ভিভের দিকে দৌড়চ্ছেন বিরাট

বিরাট কোহলির বিশালত্বে মজে ক্রিকেট দুনিয়া। তার পারফরম্যান্স নিয়ে ভূয়সী প্রশংসায় দাদা 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বিরাট যে এরকম সার্থকনামা হবেন , যিনি তাঁর নাম দিয়েছিলেন তাঁরাও কি স্বপ্নে ভাবতে পেরেছিলেন। আমার- আপনার কাছে এর সদুত্তর নেই। কিন্তু যা মনে হয় বিরাটের অত্যন্ত নিকটরাও ভাবতে পারেননি বিরাট এতটা 'বিরাট' হয়ে উঠবেন।

ভিভের দিকে দৌড়চ্ছেন বিরাট

ধারাবাহিক ভাবে দুরন্ত পারফরম্যান্স দিয়ে চলেছেন বিরাট কোহলি। ভেঙে চলেছেন একের পর এক পুরোন পরিসংখ্যান। এবার বিরাটের সামনে আরও এক দুর্লভ মাইলস্টোন দখলের হাতছানি। ভিভিয়ান রিচার্ডসের এক পরিসংখ্যান ৪২ বছর আগে তৈরি করেছিলেন তা ভাঙার দিকে এগোননি কেউই। এমনকি মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরও সেই পরিসংখ্যানের কাছাকাছিও এগোননি।

একটি সফরে ১০০০ -র বেশি রান করার নজির আছে ক্যারিবিয়ান ক্রিকেটের মহাতারকার ব্যাটে। ১৯৭৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সফরকালে ৪ অঙ্কের সংখ্যা পেরিয়েছিলেন ভিভিয়ান রিচার্ডস। টেস্টে ৮২৯ ও একদিনের ম্যাচে ২১৬ রান করে ১০৪৫ রান করেছিলেন।

মহারাজের দারুণ সার্টিফিকেট

এদিকে সেই পরিসংখ্যানের কাছাকাছি পৌঁছে গেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে রেনবো নেশনে ২৯ বছরের কোহলির ঝোলায় ৮৭০ রান ঝোলায় পুড়েছেন। ৬ টি একদিনের ম্যাচে তাঁর রান ছিল ৫৫৮, টেস্টে ২৮৬। একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৬ রান করেছেন। চার অঙ্কের সংখ্যায় পৌঁছেতে বিরাটের আর প্রয়োজন ১৩০ রান। তার জন্য বিরাট কোহলির হাতে রয়েছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

মহারাজের দারুণ সার্টিফিকেট

এদিকে ফের একবার বিরাট কোহলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক। যাঁর হাত ধরেই বিদেশের মাটিতে ম্যাচ জেতার অভ্যাস শুরু করেছিল ভারত, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় মজে বিরাটে। দাদা-র মতে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের পতাকা বয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সৌরভ বলেছেন, 'কোহলি ভারতীয় ক্রিকেট পতাকার বাহক। আমি আমার সময় সচিন-রাহুলের সময়ও বিভিন্ন দারুণ পারফরম্যান্সের ঝলক দেখেছি। আমার মতে কোহলিরটা কোনও ঝলক নয়, এটা একেবারে বিশালত্ব। '

২০১৭ সালে দারুণ কাটিয়েছেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন, টেস্টে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন আর দক্ষিণ আফ্রিকায় এ বছরের শুরুতেও তাঁর ব্যাটে সেই একই ধার।

English summary
Virat Kohli is now chasing Vivian Richards, Sourav Ganguly praises Virat in a big way.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X