For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের মাটিতে এই বিশেষ নজির স্পর্শ করতে কোহলির প্রয়োজন আর মাত্র ৬ রান

দেশের মাটিতে এই বিশেষ নজির স্পর্শ করতে কোহলির প্রয়োজন আর মাত্র ৬ রান

Google Oneindia Bengali News

অধিনায়কত্ব যাওয়ার পর সমগ্র ক্রিকেট সার্কিটের নজর এখন ব্যাটসম্যান বিরাট কোহলির উপর। রবিবার তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ওডিআই সিরিজের পর এ দেশে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে ক্যারিবিয়ন দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলি ব্যাত হাতে কেমন পারফর্ম করেন সেই দিকে নজর সমান।

দেশের মাটিতে এই বিশেষ নজির স্পর্শ করতে কোহলির প্রয়োজন মাত্র ৬ রান

একই সঙ্গে এই বারই প্রথম নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বে মাঠে খেলতে হবে বিরাটকে। তিন ম্যাচের এই ওডিআই সিরিজে নিশ্চিত ভাবেই কোহলির লক্ষ্য থাকবে আন্তর্জাতিক শতরানের খরা কাটানো। ক্রিকেটের তিন ফরম্যাটেই দুই বছরের বেশি হয়ে গেল তিন অঙ্কের রান স্পর্শ করতে পারেননি কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে এক নজির স্পর্শ করারও হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে পাঁচ হাজার রান পূর্ণ করা থেকে মাত্র ছয় রান দূরে রয়েছেন বিরাট। কোহলির আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই নজির স্পর্শ করেছেন একমাত্র সচিন তেন্ডুলকর। ১২১ ইনিংসে দেশের মাটিতে পাঁচ হাজার রান পূর্ণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। মজার ব্যাপার হল লিটল মাস্টারও পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। রবিবার বিরাট প্রথম ওডিআইতে ছয় রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সেই নজির স্পর্ষশ করবেন।

শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়েকোয়াড, শ্রেয়াস আইয়ার এবং নভদীপ সাইনি সহ মোট সাত জন ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায় ভারতের ওডিআই দলে ডাক পয়েছেন ময়াঙ্ক আগারওয়াল। তিনটি ওডিআই ম্যাচই খেলা হবে আহমেদাবাদে। ৬ ফেব্রুয়ারি প্রথম ওডিআই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। রবিবার এই ম্যাচের মধ্যে দিয়ে ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হাজারতম ম্যাচ খেলতে চলেছে ভারত।

English summary
Former India captain virat kohli is just six runs away to score 5000 international runs. Only sachin tendulkar has managed to achieve this feat. Sachin has achieved this against West Indies , Virat also can achieve this against the same opponent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X