For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরসিবি-র নতুন লোগো নিয়ে কী প্রতিক্রিয়া অধিনায়ক বিরাট কোহলির?


 আরসিবি-র নতুন লোগো নিয়ে কী প্রতিক্রিয়া অধিনায়ক বিরাট কোহলির?

  • |
Google Oneindia Bengali News

গত দুই দিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তাদের নতুন লোগো প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই লোগো তৈরিতে দলের ঐতিহ্য এবং সমর্থকদের আশা ও আকাঙ্খাকে প্রধান্য দেওয়া হয়েছে। তা দেখে উচ্ছ্বসিত দলের অধিনায়ক বিরাট কোহলি। এর প্রতিক্রিয়া দিতে ভোলেননি তিনি।

পোস্ট ডিলিট

পোস্ট ডিলিট

মঙ্গলবার মুথুট ফিনক্রপ লিমিটেডের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একদিন পর ক্রিকেট মহলে জল্পনা ঘুরতে শুরু করে যে মার্চে শুরু হতে চলা আইপিএলে হয়তো অন্য নামে খেলবে আরসিবি। বিরাটের দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের হাল দেখেই এই আলোচনার উদয় হয়। কারণ আরসিবি'র অফিশিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে জিরো পোস্ট দেখায়। সেখান থেকে ৩.৩ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিগুলিও ডিলিট করা হয়। আরসিবি-র টুইটার অ্যাকাউন্টের কোনও পোস্ট মুছে ফেলা না হলেও লোগো বাতিল করা হয়। ফেসবুকে আরসিবি'র ৯ মিলিয়ন ফলোয়ার্সের কভার ও প্রোফাইলের ছবিও মুছে ফেলা হয়।

উদ্বিগ্ন বিরাট

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই সিদ্ধান্তে মোটেই খুশি হননি অধিনায়ক বিরাট কোহলি। নিজের হতাশা টুইটারে প্রকাশও করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। লেখেন, 'পোস্ট মুছে ফেলা হল, অথচ অধিনায়ককে জানানোই হল না। তোমাদের কি আমার কাছ থেকে কোনও সাহায্য প্রয়োজন'। বিরাটের মতো আরসিবি-র সিদ্ধান্তে অবাক হন দলের অন্যতম স্তম্ভ তথা দক্ষিণ আফ্রিকার লেজেন্ড এবি ডি ভিলিয়ার্স, ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল।

নতুন লোগো প্রকাশ

গত দুই দিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার নিজেদের নতুন লোগো প্রকাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোশ্যাল মিডিয়ায় ফের সক্রিয় হয়েছে বিরাট কোহলির দল। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন লোগো-র ভিডিও আপলোড করেছে আরসিবি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইলেও নতুন ছবিই দেওয়া হয়েছে। পোস্টের ওপরে লেখা হয়েছে, 'এটাই সেই মুহূর্ত, যার জন্য সবাই অপেক্ষা করছিলেন। নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো।' প্রিয় দলের এই চমকে প্রথমে অবাক হলেও পরে উচ্ছ্বসিত হয়েছেন সমর্থকরা।

বিরাটের প্রতিক্রিয়া

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন লোগো দেখে মুগ্ধ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। হিন্দি সিনেমার গানের লাইন তুলে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক লিখেছেন, 'লোগো কা কাম হ্যায় কেহেনা'। আরসিবি-র নতুন লোগো দেখে তিনি রোমাঞ্চিত বলেও জানিয়েছেন বিরাট কোহলি। মাঠে ক্রিকেটাররা গর্বের সঙ্গে লড়াই করেন, এই লোগোতে তার প্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন আরসিবি-র অধিনায়ক। এই নতুন লোগোর অধীনে তিনি খেলতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বিরাটের।

আরসিবি-র প্রতিক্রিয়া

বিরাট কোহলিকে উত্তর দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাটের নেতৃত্ব দেখার জন্য তারা মুখিয়ে রয়েছে বলে জানিয়েছেন আরসিবি কর্তারা।

English summary
Virat Kohli is happy with the new logo of RCB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X