For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কীর্তিতে জুড়ল সাউদাম্পটন-লর্ডস-জামাইকা, সৌরভ-দ্রাবিড়কেও মিলিয়ে দিল ২০ জুন

বিরাট কীর্তিতে জুড়ল সাউদাম্পটন-লর্ডস-জামাইকা, সৌরভ-দ্রাবিড়কেও মিলিয়ে দিল ২০ জুন

  • |
Google Oneindia Bengali News

সাউদাম্পটনের এজিয়াস বোলে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা শুরু হতে চলেছে। ম্যাচে ভারতের জিত-হারের অবস্থান নির্ভর করছে বিরাট কোহলির ব্যাটে। অজিঙ্ক রাহানের সঙ্গে ব্যাট করতে নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই সঙ্গে এক অনন্য নজির গড়তে চলেছেন রান মেশিন। যার মাধ্যমে এক সূতোয় বাঁধা পড়তে চলেছেন আরও দুই কিংবদন্তি। ২০ জুনের প্রেক্ষাপটে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিরাট কোহলির মিলটা কী জেনে নিন।

টেস্ট ক্রিকেটে ১০ বছর

টেস্ট ক্রিকেটে ১০ বছর

২০০৮ সালে ভারতীয় দলে সুযোগ পেলেও টেস্ট ক্রিকেট খেলার জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হয়েছিল বিরাট কোহলিকে। ২০১১ সালের ২০ জুন জামাইকার সাবিনা পার্কে টিম ইন্ডিয়ার হয়ে লাল বলের ফর্ম্যাটে প্রথমবার খেলতে নেমেছিলেন রান মেশিন। ম্যাচের প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করে আউট হয়ে যাওয়া সেদিনের তরুণ আজ ভারতীয় ক্রিকেটের বটবৃক্ষে পরিণত হয়েছেন। আজই টেস্ট ক্রিকেট ১০ বছর পূর্ণ করতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাট সুতোয় বাঁধা সৌরভ-দ্রাবিড়

বিরাট সুতোয় বাঁধা সৌরভ-দ্রাবিড়

২০১১ সালের ২০ জুন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথমবার খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। এরপরের কাহিনি তো রচনা করেছে ইতিহাস। তারও ১৫ বছর আগে একই দিনে ইংল্যান্ডের লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল আরও দুই কিংবদন্তির। ভারতীয় ক্রিকেটকে অন্য দিশায় তুলে নিয়ে যাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় এদিনই দেশের হয়ে সাদা পোশাকে সবুজ গালিচায় প্রথম পা রেখেছিলেন। তাই একই সূত্রে গাঁথা দেশের তিন লিজেন্ড।

সৌরভ-দ্রাবিড়ের পারফরম্যান্স

সৌরভ-দ্রাবিড়ের পারফরম্যান্স

১৯৯৬ সালের ২০ জুন লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছিল। দেশের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচে ৩০১ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বিসিসিআই সভাপতি। ২০টি চার এসেছিল তাঁর ব্যাট থেকে। ম্যাচে ৪ উইকেটও নিয়েছিলেন মহারাজ। সেই টেস্টেই ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামা রাহুল দ্রাবিড় ম্যাচের প্রথম ইনিংসে ৯৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন। সেদিন দুই তরুণ ব্যাটসম্যানের সদম্ভ পদচারণা অনুভব করেছিল ভারতীয় ক্রিকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সাউদাম্পটনের এজিয়াস বোলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হয়েছে। ম্যাচে জেতা-হারার সম্ভাবনার মাঝে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ১২৪ বল খেলে ৪৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে অপরাজিত রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এখনও পর্যন্ত একটি মাত্র চার এসেছে তাঁর ব্যাট থেকে। ক্রিজের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অজিঙ্ক রাহানে ৭৯ বল খেলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। চারটি চার এসেছে তাঁর ব্যাট থেকে।

English summary
Virat Kohli is going to complete 10 years of his test career today, have a link with Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X