For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির সামনে একাধিক নজিরের হাতছানি নিউজিল্যান্ড সিরিজেও, একনজরে ট্র্যাক রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে আজ হায়দরাবাদে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার ভারত। নিউজিল্যান্ড দলের হয়ে আসেননি কেন উইলিয়ামসন ও টিম সাউদি। নেতৃত্বে টম লাথাম। কিউয়িরা আজ অনুশীলনেও নেমে পড়েছে। শ্রীলঙ্কা সিরিজে একাধিক নজির গড়ার পর আরও রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে।

কোহলিরা পৌঁছে গেলেন হায়দরাবাদে

কোহলিরা পৌঁছে গেলেন হায়দরাবাদে

পাকিস্তানে ওডিআই সিরিজ জিতে ভারতে পা রেখেছে নিউজিল্যান্ড। বুধবার হায়দরাবাদের পর জানুয়ারির ২১ ও ২৪ তারিখ যথাক্রমে রায়পুর ও ইন্দোরে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এই সিরিজে নজর থাকবে বিরাট কোহলির দিকে। বিরাট শেষ চারটি ওডিআই ইনিংসের তিনটিতেই শতরান হাঁকিয়েছেন। দেশের মাটিতে সবচেয়ে বেশি ২১টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ড গড়ে পিছনে ফেলে দিয়েছেন সচিন তেন্ডুলকরকে। সচিনের ওডিআই শতরানের সংখ্যা ৪৯, তার চেয়ে অনেক ইনিংস কম খেলে ৪৬তম ওডিআই শতরানটি তিরুবনন্তপুরমে পেয়েছেন কিং কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নজিরের হাতছানি

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নজিরের হাতছানি

কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার রেকর্ডটিও চলে এসেছে কোহলির দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি দশম ওডিআই শতরান পেয়েছেন। কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এতগুলি শতরান আর কারও নেই। এখানেও সচিনকে পিছনে ফেলেছেন বিরাট। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিরাটের ওডিআই শতরানের সংখ্যা ৫। আর ১টি শতরান করলে কিউয়িদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার নিরিখে স্পর্শ করবেন রিকি পন্টিং ও বীরেন্দ্র শেহওয়াগের নজির। পন্টিং ৫১টি ম্যাচে ও শেহওয়াগ ২৩টি ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি করে ওডিআই শতরান করেছেন। সচিন ৪২ ম্যাচে, সনৎ জয়সূর্য ৪৭টি ম্যাটে এবং বিরাট কোহলি ২৬ ম্যাচে ৫টি করে ওডিআই শতরান করেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে আর ২টি শতরান করলে বিরাট এককভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক ওডিআই শতরানের নজির গড়ে ফেলবেন।

কিউয়িদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড

কিউয়িদের বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড

বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬টি একদিনের আন্তর্জাতিকে ৩ বার অপরাজিত থেকে ১৩৭৮ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ১৫৪। গডড ৫৯.৯১, স্ট্রাইক রেট ৯৪.৬৪। পাঁচটি শতরান ও আটটি অর্ধশতরান করেছেন। চারটি শতরান দেশের মাটিতে। প্রথম শতরানটি করেছিলেন গুয়াহাটিতে, ২০১০ সালের ২৮ নভেম্বর ১০৪ বলে করেছিলেন ১০৫। ২০১৪ সালে নেপিয়ারে করেন ১১১ বলে ১২৩, ২০১৬ সালে মোহালিতে ১৩৪ বল খেলে অপরাজিত থাকেন ১৫৪ রান করে, ২০১৭ সালে ওয়াংখেড়েতে বিরাট খেলেন ১২৫ বলে ১২১ রানের ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ শতরানটিও ২০১৭ সালের সিরিজেই, কানপুরে খেলেন ১০৬ বলে ১১৩ রানের ইনিংস।

শতরানের প্রত্যাশা

শতরানের প্রত্যাশা

২০২০ সালে শেষবার কিউয়িদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছেন, হ্যামিলটনে ৬৩ বলে ৫১ রান। তবে ওই সিরিজে অকল্যান্ডে ১৫ ও মাউন্ট মঙ্গানুইয়ে ৯ রানে আউট হন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ৭টি ম্যাচে কোহলি ২২৪ রান করেছেন, ২টি অর্ধশতরান-সহ। যে ফর্মে তিনি রয়েছেন তাতে সাউদিহীন নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের বিরুদ্ধে কোহলির ব্যাটে ফের শতরানের প্রত্যাশায় ভক্তরা। প্রায় তিন বছর পর কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই খেলবেন।

English summary
Virat Kohli Is Eyeing Another Record-Breaking ODI Series Against New Zealand Starting On Wednesday. Virat Kohli Has 5 ODI Hundreds vs The Kiwis And Needs 2 More To Overtake Ricky Ponting And Virender Sehwag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X