For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

ফোকাসে দক্ষিণ আফ্রিকা সফর। পুরো টিম ইন্ডিয়া তার জন্য ফোকাসড। অধিনায়ক বিরাট কোহলি বিয়ের মোড থেকে বার হয়ে এসে ক্রিকেট মোডে। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ফোকাসে দক্ষিণ আফ্রিকা সফর। পুরো টিম ইন্ডিয়া তার জন্য ফোকাসড। অধিনায়ক বিরাট কোহলি বিয়ের মোড থেকে বার হয়ে এসে ক্রিকেট মোডে। জানিয়ে দিয়েছেন ক্রিকেট তাঁর রক্তে। লাগাতার টেস্ট- একদিনের -টি-টোয়েন্টি ক্রিকেটে ধামাকা দেখিয়েছে ভারত। এই অবস্থায় দল নিয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়া যেরকম বড় চ্যালেঞ্জ, তেমনি নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া ক্যাপ্টেন।

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

ইতিমধ্যেই বিরাট জানিয়েছেন শাদি মোড থেকে ক্রিকেট মোডে ফিরতে কোনও অসুবিধা হবে না। তিনি জানিয়েছেন, 'না ফেরত আসা একদমই শক্ত নয়,আমি এমন কিছু-র জন্য ব্যস্ত ছিলাম যেটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকলের জীবনে এটার বিশেষ গুরুত্ব থাকবে।ক্রিকেটে সুইচ ব্যাক করা কোনও অসুবিধাজনক নয়। দলের প্রত্যেকটা ক্রিকেটার, প্রতিটা ম্যানেজমেন্টের মানুষ সকলেই এটার মধ্যে দিয়ে যায়। ফলে এটা আমার জন্য নতুন কিছু নয়। ট্রেনিংও করেছি। কারণ সবসময়েই তোমার মাথায় থাকে সামনে একটা বড় পরীক্ষা আসছে। সাবকনশাসে সবসময়েই এটা কাজ করে। তাই মানসিক ভাবে আমি দারুণভাবে প্রস্তুত। '

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

এদিকে রবি শাস্ত্রীও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, 'বিরাট যেরকম বলল সকলেই এই সফরের দিকে চেয়ে আছে। এটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা সকলেই জানি দক্ষিণ আফ্রিকা কত শক্ত প্রতিপক্ষ। এটাই এই পেশার সৌন্দর্য। চ্যালেঞ্জকে ডাকা, এবং তাঁকে আলিঙ্গন করা। আমরা সেইদিকেই চেয়ে আছে। আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি। ৩ বছর আগে সেই সফরে আমরা ভালোই পারফর্ম করেছিলাম। ২০১৫ সালে শ্রীলঙ্কায় ভালো রকম দেখিয়েছি। প্রস্তুতি ভালো হয়েছে। ছেলেরা দল হিসেবে অনেকদিন একসঙ্গে আছে। ৩ -৪ বছর এরা একসঙ্গে খেলছে। '

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

আরও ভালো টিম ইন্ডিয়াকে দেখানোর আশ্বাস দিয়ে দক্ষিণ আফ্রিকা পাড়ি কোহলি এন্ড কোংয়ের

শুধু এটকুই নয় বিরাট কোহলি এও জানিয়েছেন গত ১৮ মাসে দল আরও উন্নত হয়েছে। তিনি জানিয়েছে দেড় বছরে অন্তত একটা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া নয় ইংল্যান্ড ট্যুর করেই থাকে ভারতীয় দল। এবারও সেরকমই যাওয়া হচ্ছে। তবে ভারতীয় দল লড়াই ছাড়া এক ইঞ্চি জমিও ছাড়বে না সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। ২০১৩ সালের দক্ষিণ আফ্রিকা সফরেও ভারতীয় দল হাড্ডাহাড্ডি লডা়ই করেছিল। এবার আরও বেশি ভালো ফল করার বিষয়ে আশাবাদী ক্যাপ্টেন কোহলি।

English summary
Virat Kohli is back from wedding mode to cricket mode 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X