For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বিরুদ্ধে ভারত অধিনায়ক বিরাট কোহলির নজির হটস্টারে দেখলেন রেকর্ড সংখ্যক দর্শক

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আজ দুবাইয়ে তিনে নেমে দলের ব্যাটিং বিপর্যয় সামলে ৪৯ বলে ৫৭ রান করলেন বিরাট কোহলি। তারই ফাঁকে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি ইভেন্টে তাঁর রান ৫০০ পেরিয়ে গেল। বিরাটের এদিনের ইনিংসে রয়েছে ৫টি চার ও ১টি ছয়। টি ২০ বিশ্বকাপে এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে আউটও হলেন বিরাট, তবে পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে দ্বিতীয় অর্ধশতরান হাঁকিয়ে। টি ২০ বিশ্বকাপে এটি বিরাটের দশম অর্ধশতরান। ক্রিস গেইলের ৯টি, মাহেলা জয়বর্ধনের ৭টি ও রোহিত শর্মার ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে টি ২০ বিশ্বকাপে। এদিন বিরাটের এই নজির হটস্টারে দেখলেন রেকর্ড সংখ্যক দর্শক। এই প্রথম একই সময়ে হটস্টারের ভিউয়ারের সংখ্যা ছাড়াল ১ কোটি।

বিরাট কোহলির নজির হটস্টারে দেখলেন রেকর্ড সংখ্যক দর্শক

এদিনের ইনিংসের আগে বিরাট সব কটি টি ২০ বিশ্বকাপেই পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থেকেছেন। ২০১২ সালের টি ২০ বিশ্বকাপে ভারত কলম্বোয় পাকিস্তানকে হারিয়েছিল ৮ উইকেটে, ৩ ওভার বাকি থাকতে। সেই ম্যাচে বিরাট কোহলি তিনে নেমে ৬১ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন। আটটি চার ও দুটি ছয় মেরেছিলেন। ম্যাচের সেরা হন তিনি। ২০১৪ সালে ঢাকায় টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারত ৯ বল বাকি থাকতে জিতেছিল সাত উইকেটে। সেই ম্যাচেও তিনে ব্য়াট করতে নেমে ৩২ বলে অপরাজিত ৩৬ রান করেছিলেন বিরাট। চারটি চার ও একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপের ম্যাচে কলকাতার ইডেনে ভারত ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৭ বলে অপরাজিত ৫৫ করে ম্যান অব দ্য ম্যাচ হন বিরাট। টি ২০ বিশ্বকাপে ১৭টি ম্যাচে বিরাটের রান হল ৮৩৪, অপরাজিত সাতবার। সর্বাধিক অপরাজিত ৮৯। ৭৮টি চার ও ২০টি ছক্কা রয়েছে। একবারও শূন্য রানে আউট হননি বিরাট।

বিরাট কোহলির নজির হটস্টারে দেখলেন রেকর্ড সংখ্যক দর্শক

এ ছাড়া দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে দুটি ম্যাচে এবং এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশে বিরাট টি ২০ আন্তর্জাতিক খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। ২০১২ সালে পাকিস্তান ভারত সফরে এসেছিল। বেঙ্গালুরুতে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারতকে পাকিস্তান ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারায়। সেই ম্যাচে বিরাট ১১ বলে ৯ রান করে মহম্মদ ইরফানের বলে উইকেটকিপার কামরান আকমলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, বিরাটের ইনিংসে ছিল একটি বাউন্ডারি। পরের ম্যাচে অবশ্য ভারত ১১ রানে জেতে। আমেদাবাদে সেই ম্যাচে বিরাট রান আউট হয়েছিলেন ২২ বলে ২৭ রান করে। তিনটি চার মেরেছিলেন। ২০১৬ সালে ঢাকায় এশিয়া কাপ হয়েছিল টি ২০ ফরম্যাটে। সেই ম্যাচে ভারত ২৭ বল বাকি থাকতে পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। সাতটি বাউন্ডারির সাহায্যে সেই ম্যাচে বিরাট করেছিলেন ৫১ বলে ৪৯। মহম্মদ সামির বলে লেগ বিফোর হয়েছিলেন। এই ম্যাচের সেরার পুরস্কারটিও যায় বিরাট কোহলির দখলে।

পাকিস্তানের বিরুদ্ধে একটিও টেস্ট খেলেননি বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিকে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে ১৩টি ম্যাচে ৫৩৬ রান করেছেন। সর্বাধিক ১৮৩ ২০১২ সালে ঢাকায় এশিয়া কাপের ম্যাচে। গড় ৪৮.৭২, স্ট্রাইক রেট ৯৬.২২। দুটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপে অ্যাডিলেডে পাকিস্তানকে ভারত ৭৬ রানে হারিয়েছিল। আটটি চারের সাহায্যে সেই ম্যাচে বিরাট ১২৬ বলে ১০৭ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান। ২০১৯ সালের বিশ্বকাপে ভারত ডাকওয়ার্থ-লুইস মেথডে পাকিস্তানকে হারায় ৮৯ রানে। বিরাট কোহলি এই ম্যাচে ৬৫ বলে ৭৭ রান করে মহম্মদ আমিরের বলে আউট হন। বিরাট কোহলি ম্যাচের সেরা হয়েছিলেন ১১৩ বলে ১৪০ রান করে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানকে ডাকওয়ার্থ-লুইস মেথডে ভারত হারায় ১২৪ রানে। সেই ম্যাচে বিরাট ৬৮ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন।

English summary
Virat Kohli Hits Second Fifty Against Pakistan In T20 World Cup And Out For The First Time Since 2012. He Has Scored Over 500 Runs Against Pakistan In ICC Events.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X