For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের চওড়া ব্যাটে ৮৫ রানের পরও জয় অধরা ভারতের, স্পিন অস্ত্রে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার

বিরাটের চওড়া ব্যাটে ৮৫ রানের পরও জয় অধরা ভারতের, স্পিন অস্ত্রে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার

  • |
Google Oneindia Bengali News

কাজে এল না বিরাটের ৮৫ রান! সিডনিতে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের স্বপ্নভঙ্গ ভারতের।

শেষ ম্যাচে জয়ের জন্যে ১৮৭ রানের পাহাড় টপকাতে ব্যর্থ ভারত। দ্বিতীয় ম্যাচে হার্দিকের ঝড়ো ৪২ রানে ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু। এদিন অবশ্য ১৮৭ রান তাড়া করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামল ভারতীয় দল।

ফলে সিরিজে তৃতীয় ম্যাচে ১২ রানে জয় অস্ট্রেলিয়ার। সিডনিতে তৃতীয় টি-২০ হারলেও ২-১ এগিয়ে থেকে টি২০ সিরিজ জিতল ভারত।

বিরাটের চওড়া ব্যাটে ৮৫ রানের পরও জয় অধরা ভারতের, স্পিন অস্ত্রে ম্যাচ জয় অস্ট্রেলিয়ার

রান তাড়া করতে নেমে ব্যাটে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ওভারে স্পিনার ম্যাক্সওয়েলকে উইকেট দিয়ে আসেন রাহুল। ০ রানে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডানহাতি। সেখান থেকেই ম্যাচের হাল ধরেন বিরাট।

ব্যাটে বিরাট কোহলি এদিন কেরিয়ারের ২৫ তম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন। ধাওয়ান ২৮ রান হাঁকিয়ে আউট হন। বাকিদের মধ্য়ে সঞ্জু স্যামসন ১৩ রান করতে সমর্থ হন। শেষদিকে বিরাট-হার্দিকের জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বে বলে আশা তৈরি হলেও পান্ডিয়া ২০ রানে ফিরে গেলে ভারত ম্যাচ থেকে হারিয়ে যায়। বিরাট ৮৫ রানে আউট হন। ৪টি চারের পাশাপাশি বিরাট এদিন ৩টি ছক্কা হাঁকিয়েছেন। শ্রেয়স আইয়ার এদিন ০ রানে আউট হন।

অজিদের হয়ে স্পিনাররাই এদিন বাজিমাত করলেন। স্পিনার মিচেল সোয়েপসন ৪ ওভারে ২৩ রান খরচ করে ধাওয়ান, স্যামসন ও শ্রেয়র আইয়ারের উইকেট নিয়েছেন। জাম্পা অন্যদিকে গুরুত্বপূর্ণ সময়ে হার্দিক পান্ডিয়া ও ম্যাক্সওয়েল শুরুতে রাহুলের উইকেট পান।

ফলে অজি স্পিনারা এদিন নিজেদের মধ্য়ে ৬ উইকেট ভাগ করে নিলেন। ৩ উইকেট নিয়ে ম্যাচ জেতানোয় শেষ টি-২০তে ম্যাচের সেরা মিচেল সোয়েপসন।

অন্যদিকে এদিন ম্যাচ জিতলে ভারত টি-২০তে অপরাজেয় থেকে বছর শেষ করতে পারত। সিডনিতে ম্যাচ হারে সেই কীর্তি অধরা থাকল। সেই সঙ্গে টি-২০তে বিজয়রথও থেমে গেল। ঘরে বাইরে মিলিয়ে টি-২০ ক্রিকেটে টানা ১০ ম্যাচ জয়ের পর ম্যাচ হারল ভারত। সেই সঙ্গে বিদেশের মাটিতে টানা ১০টি টি-২০ জয়ের পর হেরে বসল মেন ইন ব্লু।

English summary
Virat kohli hit 85 runs, Aus beat ind by 12 runs in 2rd t20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X