For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের অনেক পিছনে রোহিত-বুমরাহ, বাণিজ্যিক চুক্তি থেকে ২০২২-এ কোহলির আয়ের পরিমাণ চমকে দেবে

Google Oneindia Bengali News

বিরাট কোহলি ২০১৯ সালের পর থেকে কোনও ফরম্যাটেই শতরান পাচ্ছিলেন না। ২০২২ সালে টি ২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানটি পান এশিয়া কাপে। ১০২১ দিন পর মেটে সেঞ্চুরির খরা। এরপর একদিনের আন্তর্জাতিকেও শতরান পেয়েছেন। টেস্ট শতরানের প্রতীক্ষা অবশ্য চলছেই। এরই মধ্যে বাণিজ্যিক চুক্তি থেকে আয়ের নিরিখে তিনি কয়েক যোজন এগিয়ে গেলেন দুই ভারতীয় সতীর্থের চেয়ে।

বিরাট কীর্তি

বিরাট কীর্তি

স্পোর্টিকোয় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, গত বছর কমার্শিয়াল ডিল থেকে আয়ের নিরিখে বিরাট কোহলি বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন ৬১ নম্বরে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আয়ও করেছেন কিং কোহলিই। বিরাট ২০২২ সালে বাণিজ্যিক চুক্তি থেকে পেয়েছেন ৩৩.৯ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২৫৬.৫২ কোটি টাকা।

কোহলির ধারেকাছে কেউ নেই

কোহলির ধারেকাছে কেউ নেই

বিরাটের ধারেকাছে ভারতের কোনও ক্রিকেটারই নেই। কোহলির যেখানে কমার্শিয়াল ডিল থেকে আয় ২৫২.৫২ কোটি টাকা, সেখানে তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের বাণিজ্যিক চুক্তি থেকে গত বছর আয় হয়েছে ৭৪.৪৭ কোটি টাকা। জসপ্রীত বুমরাহর আয়ের পরিমাণ ৫৭.৯২ কোটি টাকা।

সোশ্যাল মিডিয়ায় চর্চা

সোশ্যাল মিডিয়ায় চর্চা

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর লড়াই বেঁধে গিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুরাগীদের মধ্যে। বিরাট-ভক্তদের মধ্যে কেউ লিখেছেন, বিরাটের নামই যথেষ্ট। কারও কথায়, ২৫৬ কোটি নয়, বিরাট ২৫ হাজার কোটি টাকা পাওয়ার যোগ্য, যেভাবে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং প্রচুর রান করেছেন সে কারণে। এত অবদান আর কারও নেই। আমরা চাই তিনি তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যান। কেউ পড়শি দেশকে খোঁচা দিয়ে লিখেছেন, বিরাটের বাণিজ্যিক চুক্তি থেকে আয় তো পাকিস্তানের জিডিপির থেকেও বেশি। রোহিত ভক্তরা স্বাভাবিকভাবেই এই লড়াইয়ে কিছুটা ব্যাকফুটে। রোহিতের সঙ্গে বিরাটের তুলনা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। রোহিতের এক অনুরাগী লিখেছেন, রোহিত শর্মা হৃদয় জেতেন, আয়ের বিষয়টি গৌণ। সে কারণেই তিনি সর্বকালের সেরা।

ভালোই গিয়েছে গত বছর

ভালোই গিয়েছে গত বছর

২০২২ সাল বিরাট কোহলির ভালোই গিয়েছে। চলতি বছর তিনি নামবেন দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে। গত টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে বিরাট আইসিসির বিচারে অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হন। ওই মাসে তিনি ২০৫ রান করেছিলেন। ডেভিড মিলার ও সিকান্দর রাজাকে পিছনে ফেলে প্রথমবার এই পুরস্কার পান কিং কোহলি। টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে ৪ উইকেটে জয় এনে দিয়েছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান পান। এ ছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে টি ২০ শতরানটিও সকলের মনে গেঁথে রয়েছে।

English summary
Virat Kohli Is The Highest Earning Indian Cricketer In 2022 Through Commercial Deal With Rs 256.52 Crore. Overall, Kohli Occupies The 61st Position Among The Highest-Paid Global Athletes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X