For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC Test Rankings: টেস্টে ব্যাটারদের মধ্যে উত্থান বিরাট কোহলির! পন্থের বড় লাফ, বুমরাহ প্রথম দশে

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে পরাজিত হলেও আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উত্থান হলো বিরাট কোহলির। কেপ টাউনে দ্বিতীয় ইনিংসে শতরান করার সুবাদে ঋষভ পন্থ র‌্যাঙ্কিংয়ে দশ ধাপ উঠে এসেছেন। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন জসপ্রীত বুমরাহ।

ব্যাটারদের মধ্যে উত্থান বিরাট কোহলির! পন্থের বড় লাফ

টেস্টে ভারতীয়দের মধ্যে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে রোহিত শর্মা রয়েছেন যুগ্ম পঞ্চম স্থানে। তাঁর পয়েন্ট ৭৭৩। বিরাট কোহলি কেপ টাউন টেস্টে ৭৯ ও ২৯ রান করায় তাঁর পয়েন্ট হয়েছে ৭৬৭, তিনি রয়েছেন রোহিতের পরেই সাত নম্বরে। দুই ধাপ উঠে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ১০ ধাপ উঠে ১৪ নম্বরে এসেছেন ঋষভ পন্থ। কেপ টাউনে তিনি শতরান হাঁকিয়েছিলেন। ময়াঙ্ক আগরওয়াল রয়েছেন ১৬ নম্বরে। চেতেশ্বর পূজারা ২৩, অজিঙ্ক রাহানে ৩৪ ও লোকেশ রাহুল রয়েছেন ৩৯ নম্বরে।

ব্যাটারদের মধ্যে উত্থান বিরাট কোহলির! পন্থের বড় লাফ

টেস্টে ব্যাটারদের মধ্যে ৯৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। জো রুট দুইয়ে রয়েছেন। তিনে উঠে এসেছেন কেন উইলিয়ামসন, চারে নেমে গিয়েছেন স্টিভ স্মিথ। স্মিথ শেষ টেস্টে শূন্য ও ২৭ রান করায় এক ধাপ নেমে গিয়েছেন। হোবার্ট টেস্টে ১০১ রান করায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড রয়েছেন রোহিতের সঙ্গে যুগ্ম পঞ্চম স্থানে, দুজনেরই পয়েন্ট ৭৭৩। অর্থাৎ ব্যাটারদের ক্রমতালিকার প্রথম পাঁচে অস্ট্রেলিয়ারই তিনজন। কেপ টাউনে জোড়া অর্ধশতরান করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় নিশ্চিত করা কিগান পিটারসেন ৬৮ ধাপ উঠে ৩৩ নম্বরে চলে এসেছেন।

ব্যাটারদের মধ্যে উত্থান বিরাট কোহলির! পন্থের বড় লাফ

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। জসপ্রীত বুমরাহ রয়েছেন দশম স্থানে। দক্ষিুণ আফ্রিকার কাগিসো রাবাডা ২ ধাপ উঠে এসেছেন তিনে, ৬ ধাপ উঠে ২১ নম্বরে রয়েছেন লুঙ্গি এনগিডি। ভারতের বোলারদের মহম্মদ শামি ১৭, রবীন্দ্র জাদেজা ২০ ও ইশান্ত শর্মা ২২ নম্বরে রয়েছেন। উমেশ যাদব ৩৫, শার্দুল ঠাকুর ৪২ ও মহম্মদ সিরাজ ৫০ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

English summary
Virat Kohli Has Moved Up Two Places To Seventh In ICC Test Rankings. Rishabh Pant Gains Ten Places To Be At 14th In The List Of Batters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X