For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: ব্যাটিংয়ে হতাশ করলেও বিরাট-দৃষ্টান্ত প্রশংসিত, ভাইরাল বিভিন্ন মুহূর্তও

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ ডে-র খেলা চলছে আজ। দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে পারলেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে মাঠে নেমে তিনি যেটা করলেন তা নিয়ে চর্চাই শুধু হচ্ছে না। তাঁর মানসিকতার প্রশংসা করেছে আইসিসি থেকে ক্রিকেটবিশ্ব।

হতাশ করলেন বিরাট

হতাশ করলেন বিরাট

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিরাট কোহলিকে আউট করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ কাইল জেমিসন। গতকালের রানের সঙ্গে এদিন মাত্র ৫ রানই যোগ করতে পারেন বিরাট। দলের ৭১ রানের মাথায় তিনি জেমিসনের বলে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। করেন ২৯ বলে ১৩।

প্রশংসিত ভারত অধিনায়ক

প্রশংসিত ভারত অধিনায়ক

নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান বিজে ওয়াটলিংয়ের আন্তর্জাতিস ক্রিকেটে আজই শেষ দিন। বিরাট তাঁকে শুভেচ্ছা জানিয়ে করমর্দন করেন। দৃষ্টান্ত স্থাপনের সেই মুহূর্তের ছবি তুলে ধরে প্রশংসা করেছে খোদ আইসিসি। আরও একবার বিরাট দেখিয়ে দিলেন কেন ক্রিকেটবিশ্বে তাঁর এত অনুরাগী, বহু মানুষ কেন তাঁকেই আইডল হিসেবে মানেন।

ব্যর্থ পূজারা

ব্যর্থ পূজারা

যদিও আজ ভারতের জেতার সম্ভাবনা শেষ হয়ে যায় প্রথমে বিরাট কোহলি ও তিনি আউট হওয়ার পর ১০ বলের মাথায় চেতেশ্বর পূজারা আউট হতেই। ৮০ বলে ১৫ রান করে কাইল জেমিসনের বলে রস টেলরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা। ৭২ রানে চার উইকেট পড়ার পর ভারত ১০০ রানের গণ্ডি টপকায় অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থের ব্যাটে ভর করে। তবে ১০৯ রানের মাথায় ৪০ বলে ১৫ রান করে ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হন রাহানে। লিড বাড়াতে ভারতের ভরসা এখন ঋষভ পন্থ।

বিরাট ভাইরাল

বিরাট ভাইরাল

মাঠে বিরাট কোহলির নানা মেজাজের ছবিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওর কোলাজ পোস্ট করেছে আইসিসি। কখনও বিরাটকে দেখা যাচ্ছে ফিল্ডিংয়ের সময় নাচতে, কখনও আবার স্বভাবসিদ্ধ ঢঙে উচ্ছ্বাস প্রকাশ করে সতীর্থদের তাতিয়ে দিচ্ছেন।

English summary
Virat Kohli Has Disappointed Fans After Getting Out On 13. But He Has Been Praised By ICC For His Nice Gesture On The Final Day Of BJ Watling's International Career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X