For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি কেরিয়ারে প্রথম পেলেন আইসিসির এই বিরাট স্বীকৃতি! টি ২০ বিশ্বকাপে রয়েছেন দারুণ ছন্দে

Google Oneindia Bengali News

বিরাট কোহলির মুকুটে নতুন পালক। আইসিসির যে সম্মানটি এতদিন অধরা ছিল তাঁর কাছে এবার সেটিই মিলল। অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি টি ২০ বিশ্বকাপে এখনও অবধি বিরাট কোহলিই সর্বাধিক রান করেছেন। বৃহস্পতিবার ভারতের সেমিফাইনাল ম্যাচের আগে আইসিসির এই পুরস্কার ঘোষণা বিরাটের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল অনেকটাই।

কোহলি কেরিয়ারে প্রথম পেলেন আইসিসির বিরাট স্বীকৃতি!

বিরাট কোহলি যে অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হবেন সেটা বোঝাই যাচ্ছিল। কোহলির সঙ্গে এই পুরস্কারের দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। কিন্তু এশিয়া কাপ থেকে বিরাট ধারাবাহিকতার সঙ্গে যেভাবে খেলে চলেছেন তাতে তিনি শুরু থেকেই ছিলেন ফেভারিট। অবশেষে আজই পড়ল সিলমোহর। অক্টোবর মাসের মাত্র চারটি ইনিংস পেয়েছিলেন বিরাট। তাতেই বাজিমাত করলেন কিং কোহলি। চলতি টি ২০ বিশ্বকাপে তিনি ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন। যা চলতি বিশ্বকাপে সর্বাধিক স্কোর। বিরাট কোহলি সেমিফাইনালে বৃহস্পতিবার রান পেতে চাইবেন ইংল্যান্ডের বিরুদ্ধেও। ভারত যদি ফাইনালে ওঠে তাতে আরও একটি ইনিংস পাবেন কিং কোহলি। ফলে নভেম্বর মাসেও সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি থাকবেন নিশ্চিতভাবেই। সূর্যকুমার যাদবের থাকার সম্ভাবনাও প্রবল।

বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই তাঁর এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। ৪ উইকেটে ৩১ রান, এই অবস্থা থেকেই ভারতকে ১৬০ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিয়েছিলেন কোহলি। ৮২ রান করেছিলেন মাত্র ৫৩ বলে। যে ইনিংসটিকে নিজের টি ২০ কেরিয়ারের সেরা বলেও বেছে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আইসিসির এই পুরস্কার পাওয়ার পর বিরাট কোহলি বলেন, এই পুরস্কার পাওয়া খুবই সম্মানের। বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি প্যানেলও আমাকে এই পুরস্কারের প্রাপক হিসেবে বেছে নেওয়ায় এটি আমার কাছে আরও স্পেশ্যাল। এই পুরস্কারের জন্য যাঁরা ওই মাসে ভালো ক্রিকেট খেলে মনোনীত হয়েছিলেন তাঁদেরও অভিনন্দন জানাই। আমি নিজের সেরাটা দিয়ে খেলতে পারার ক্ষেত্রে দলের সতীর্থরা যেভাবে সাপোর্ট করেছেন তাতে তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস ছাড়াও গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেছিলেন বিরাট। টি ২০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনি করেন ৪৪ বলে অপরাজিত ৬২। এদিকে, ভারতের দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজকে টেক্কা দিয়ে অক্টোবর মাসে আইসিসির বিচারে সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার।

English summary
Virat Kohli Has Been Named The ICC Men's Player Of The Month For October 2022. Kohli Has Scored Most Runs In The Ongoing T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X