ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের দিন, ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা, ফিরছেন বিরাট-ইশান্ত-হার্দিক
ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ে ডনের দেশে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সিরিজে হারানোর দিনে জাতীয় দলের নির্বাচকরা ফেব্রুয়ারিতে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিলেন।

১৮ জনের দল ঘোষণা
ইংল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের জন্যে ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। ঘরের মাঠে রুটদের বিরুদ্ধে খেলা দিয়ে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে দেশের জার্সিতে ফিরতে চলেছেন বিরাট।

সিরিজে কারা কারা ফিরছেন
বিরাটের পাশাপাশি হার্দিক পান্ডিয়া দলে ফিরলেন। সদ্য বাবাকে হারিয়েছেন হার্দিক। তার আগে পিঠের চোটের পর মাঠে ফিরে ভারতীয় অলরাউন্ডার আইপিএল ও ভারত-অস্ট্রেলিয়া সীমিত ওভারের সিরিজ খেলেছেন। হার্দিকের পাশাপাশি চোটের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ইশান্ত শর্মা ফিরতে চলেছেন। চোটের কারণে ব্রিসবেন না খেললেও বুমরাহকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাওয়া যাবে। অশ্বিনও ফিরছেন।

ডনের দেশে ভালো খেলার সুফল পেলেন সিরাজ-শার্দুল
অজিভূমে ভালো পারফর্ম্যান্স করায় শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে দলে সুযোগ পেলেন। ব্রিসবেন টেস্টে শার্দুল ৭ উইকেট নেন। অন্যদিকে সিরিজে ৩ টেস্ট খেলে সিরাজ ১৩টি উইকেট নিয়েছেন।

একনজরে ভারতীয় দল
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টর জন্য ১৮ সদস্য দল- রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক), ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল (ফিটনেস টেস্ট পাশ করলে দলে থাকবেন), জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল,

ডনের দেশে দাদাগিরি! অনভিজ্ঞ দল নিয়ে ভারতের সিরিজ জয়, ইতিহাসের পাতায় লেখা থাকবে রূপকথার লড়াই