For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC WTC Final: সাউদাম্পটনে ধোনির রেকর্ড ভেঙে নয়া নজির বিরাট কোহলির

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টস হেরে ব্যাট করছে ভারত। মেঘলা আবহাওয়ায় নিউজিল্যান্ডের বোলারদের আত্মবিশ্বাসের সঙ্গেই সামলাচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম দশ ওভারে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে রান তোলার গতিও বেশ ভালোই। এই টেস্টে নেতৃত্ব দিতে নেমে ভারত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বিরাট খেলছেন ৬১তম টেস্ট।

বিরাটের নজির

বিরাটের নজির

ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডটি আজ থেকে বিরাট কোহলির দখলে। মহেন্দ্র সিং ধোনি ভারতকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। সেই নজির বিরাট স্পর্শ করেছিলেন আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে। বিরাটের কেরিয়ারে এটি ৯২তম টেস্ট ম্যাচ। তিনি ধোনির নেতৃত্বে খেলেছেন ৩০টি টেস্টে, বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে একটিতে।

বিরাটের সামনে

বিরাটের সামনে

দেশকে সবচেয়ে বেশি টেস্টে যাঁরা নেতৃত্ব দিয়েছেন সেই তালিকায় বিরাট রয়েছেন ছয়ে। দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ শীর্ষে, ১০৯টি টেস্ট তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন। তাঁর পরেই রয়েছেন অ্যালান বর্ডার, যিনি অস্ট্রেলিয়াকে ৯৩টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর পরে রয়েছেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (৮০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৭৭)। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যর ক্লাইভ লয়েড রয়েছেন বিরাটের সামনে, তিনি অধিনায়ক হিসেবে খেলেছেন ৭৪টি টেস্ট।

অধিনায়ক বিরাটের রেকর্ড

অধিনায়ক বিরাটের রেকর্ড

অধিনায়ক হিসেবে টেস্টে বিরাটের রেকর্ড ঈর্ষণীয়। সাফল্যের নিরিখেও ধোনির চেয়ে এগিয়ে বিরাট। ব্যাট হাতে অধিনায়ক বিরাট ৬০টি টেস্টে ৫,৩৯২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ২৫৪। ২০টি শতরান ও ১৫টি অর্ধশতরান রয়েছে। কেরিয়ারের বাকি ৩১টি টেস্টে বিরাটের রান ২,০৯৮। সর্বাধিক ১৬৯। ৭টি শতরান ও ১০টি অর্ধশতরান বিরাট টেস্টে করেছেন ধোনি ও বীরুর নেতৃত্বে খেলার সময়। তবে ৫০০ দিন অতিক্রান্ত বিরাটের ব্যাটে শতরান নেই। ২০১৯ সালে শেষ শতরান ইডেনে দিন-রাতের গোলাপি বল টেস্টে।

আরও নজিরের সামনে

আরও নজিরের সামনে

আইসিসি-র দ্বিতীয় কোনও ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ফাইনালে নেমেছেন অধিনায়ক বিরাট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের নজির আছে পাকিস্তানে সরফরাজ আহমেদের। সেই রেকর্ডে থাবা বসাতে পারেন বিরাট কোহলি যদি তিনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিততে সক্ষম হন। ২০০৬ সালে অনূর্ধ্ ১৯ বিশ্বকাপ জেতার পর সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। বিরাটের নেতৃত্বে ভারত ২০০৮ সালে অনূর্ধ্ ১৯ বিশ্বকাপ জিতেছিল। সেবার কুয়ালালামপুরে সেমিফাইনালে বিরাটরা হারিয়েছিলেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে। যদিও ২০১৯ সালে সেই কিউয়িদের কাছে সেমিফাইনালে হেরেই চুরমার হয়ে গিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন।

আত্মবিশ্বাসী বিরাট

আত্মবিশ্বাসী বিরাট

সাউদাম্পটনের ফাইনালে টস হেরে বিরাট বলেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। তবে বড় রান তোলাই আমাদের শক্তি। এটা করতে পারলে কিছুটা সুবিধাজনক জায়গায় থাকা যাবে। আমাদের দলের কম্বিনেশনে যা ভারসাম্য রয়েছে তা যে কোনও পরিস্থিতিতে খেলার জন্য উপযুক্ত। আমরা টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছি। এই ফাইনাল আমাদের কাছে তেমনই একটি টেস্ট ম্যাচ। যে প্রক্রিয়া অনুযায়ী খেলে আমরা ভালো করছি সেটা করাই লক্ষ্যে। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে প্রথম ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি ও শুভমান গিল। প্রথম ঘণ্টায় ভারতের স্কোর ১৪ ওভারে বিনা উইকেটে ৪১। রোহিত ২১ রানে ও গিল ১৯ রান করে অপরাজিত রয়েছেন।

English summary
Virat Kohli Goes Past MS Dhoni By Leading India In 61st Test During The ICC WTC Final. MS Dhoni Has Played 60 Tests As India Captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X