For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশকে সবচেয়ে বেশি ওডিআই রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ম্যাচ সেরার পুরস্কার জিতে কোহলির বিরাট নজির

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলে বছর শেষ করলেন বিরাট। সেই সঙ্গে দশকের সেরা ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফিললেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলে বছর শেষ করলেন বিরাট। সেই সঙ্গে দশকের সেরা ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফিললেন তিনি। ওডিআই ক্রিকেটে দশকের সেরা ব্যাটমসম্যান হয়ে গেলেন কোহলি। দশকে সবচেয়ে বেশি ওডিআই রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও ম্যাচ সেরার পুরস্কার জিতে 'বিরাট' নজির গড়লেন কোহলি।

একনজরে এই দশকে ওডিআইয়ে বিরাটের রান

একনজরে এই দশকে ওডিআইয়ে বিরাটের রান

এই দশকে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি ২২৭ ম্যাচ খেলেছেন বিরাট। সবচেয়ে বেশি রান হাঁকানোর কীর্তি বিরাটের ঝুলিতে রয়েছে। ব্যাটে ১১১২৫ রান করেছেন বিরাট।

বিরাটের পর তালিকায় দুই নম্বরে রয়েছেন রোহিত হিটম্যান শর্মা। এই দশকে রোহিতের রানের সংখ্যা ৮২৪৯। তিনে হাসিম আমলা(৭২৬৫রান), চারে এবি ডিভিলিয়ার্স( ৬৪৮৫ রান), পাঁচে রস টেলার (৬৪২৮রান)।

দশকে ওডিআই সেঞ্চুরি সংখ্যা

এক দশকে বিরাটের ওডিআই ক্রিকেটে ৪২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। কোহলির মোট সেঞ্চুরি সংখ্যা ৪৩টি। অন্যদিকে দশকে ওডিআই ক্রিকেটে বিরাটের হাফ সেঞ্চুরির সংখ্যা ৫২টি।

ম্যাচের সেরা

ম্যাচের সেরা

দশকে ওডিআই যুদ্ধে বিরাট মোট ৩৫ রান ম্যাচ সেরা ও ৭বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। ফিল্ডার হিসেবে নিয়েছেন ১১৭ ক্যাচ।

English summary
Virat Kohli finishes top odi run machine and highest hundred maker in decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X