For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট লজ্জার রেকর্ডে স্পর্শ করলেন বীরেন্দ্র শেহওয়াগকে! কোহলিকে নিয়ে মজাদার মিমে লর্ডসের সৌরভ

Google Oneindia Bengali News

বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর তাঁকে চেনা ছন্দে, খোলা মনে ব্যাট করতে দেখা যাবে বলে আশাপ্রকাশ করেছিলেন অনেকেই। বিরাটের কোচ রাজকুমার শর্মাও বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসছে কাঙ্ক্ষিত ৭১তম আন্তর্জাতিক শতরান। কোথায় কী? পার্লে প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর স্যুইপ মারতে গিয়েছিলেন আউট হয়েছিলেন ৫১ রানে। আর আজ, কেশব মহারাজের বলে ফিরলেন শূন্য হাতেই। লজ্জার নজিরে সোশ্যাল মিডিয়ায় ছড়াল নানা মিম।

মাথা হেঁট

দ্বাদশ ওভারে নেমে এইডেন মার্করামের দুটি বলে কোনও রান নিতে পারেননি। পরের ওভারটি করতে আসেন কেশব মহারাজ। প্রথম বলে এক রান নেন লোকেশ রাহুল। পরের দুটি বলে বিরাট রান তো পাননি, ওভারের দ্বিতীয় বলটির টার্ন ও বাউন্স বিরাটকে অস্বস্তিতে ফেলে। এরপর এই ত্রয়োদশ ওভারের চতুর্থ বলটি পড়েছিল অফ স্টাম্পের বাইরে, ড্রাইভ মারতে গিয়ে কভারে দাঁড়ানো প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার হাতে সহজ ক্যাচ দিয়ে বসেন বিরাট। আর তাতেই তিনি লজ্জার রেকর্ডে স্পর্শ করলেন বীরেন্দ্র শেহওয়াগকে।

লজ্জার নজির

৫ বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১ বার তিনি শূন্যে আউট হলেন। একদিনের আন্তর্জাতিকে তিনি ১৪ বার শূন্য রানে আউট, প্রতিবারই তিনে ব্যাট করতে নেমে। দক্ষিণ আফ্রিকায় একদিনের ম্যাচে তিনবার তিনি শূন্য রানে আউট হলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি তিনি আউট হয়েছেন শূন্যে, তিনবার। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ বার করে। একবার করে ডাক নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে।

বীরুকে স্পর্শ, সামনে সচিন

টেস্টেও বিরাট কোহলি ১৪ বার শূন্যে আউট হয়েছেন। টি ২০-তে শূন্যে আউট হয়েছেন তিনবার। ভারতের বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে বিরাট কোহলির চেয়ে বেশি শূন্য করার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ৬৬৪টি ম্যাচে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন। বীরেন্দ্র শেহওয়াগ ৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩১ বার শূন্যে আউট হয়েছিলেন। আজ বিরাট কোহলি নিজের ৪৫০তম আন্তর্জাতিক ম্যাচে বীরুর সেই রেকর্ড স্পর্শ করলেন। শেহওয়াগ টেস্টে ১৬ বার, একদিনের আন্তর্জাতিকে ১৪ বার এবং টি ২০ আন্তর্জাতিকে একবার শূন্যে আউট হয়েছেন। ফলে বিরাট এদিন একদিনের আন্তর্জাতিকে শেহওয়াগের ১৪ বার শূন্যে আউট হওয়ার নজির স্পর্শ করলেন। সচিন তেন্ডুলকর টেস্টে ১৪ বার ও একদিনের আন্তর্জাতিকে ২০ বার শূন্যে আউট হয়েছেন। একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ৩৪টি ডাকের রেকর্ড রয়েছে সনৎ জয়সূর্যর। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য করেছেন মুথাইয়া মুরলীধরন (৫৯)।একদিনের আন্তর্জাতিকে ভারতের বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে যাঁরা সবচেয়ে বেশি শূন্যে আউট হয়েছেন তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (২০), যুবরাজ সিং (১৮), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৬), বীরেন্দ্র শেহওয়াগ, সুরেশ রায়না ও বিরাট কোহলি (১৪)।

টানছেন রাহুল-পন্থ

এদিকে, টস জিতে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে ওঠে ৬৩ রান। ১১.৪ ওভারে স্যুইপ মারতে গিয়ে এইডেন মার্করামের বলে সিসান্ডা মাগালার হাতে ক্যাচ দিয়ে ফেরেন শিখর ধাওয়ান। তিনি করেন ৩৮ বলে ২৯, মেরেছেন ৫টি চার। ১২.৪ ওভারে বিরাট আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৬৪। তারপর ভারতকে একশো পার করিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন অধিনায়ক লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ৪৩ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন পন্থ।

English summary
Virat Kohli Out For The 31st Duck Of His International Career During The 2nd ODI Vs South Africa In Paarl. Keshav Maharaj Sends Virat To The Dressing Room Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X