For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের এই নজির স্পর্শ করলেন বিরাট, সিরিজের শেষ ম্যাচে বিশ্ব রেকর্ডের হাতছানি কোহলির সামনে

রোহিতের এই নজির স্পর্শ করলেন বিরাট, সিরিজের শেষ ম্যাতে বিশ্ব রেকর্ডের হাতছানি বিরাটের সামনে

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে ৫২ রান। ৪১ বলে বলে বিরাটের খেলা ৫২ রানের ইনিংস সাজানো ছিল ৭টি চার এবং ১টি ছয় দিয়ে।

রোহিতের এই নজির স্পর্শ করলেন বিরাট, সিরিজের শেষ ম্যাতে বিশ্ব রেকর্ডের হাতছানি বিরাটের সামনে

ইডেন উদ্যানে এই অর্ধ শতরানের ফলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩০ নম্বর হাফ সেঞ্চুরিটি করলেন বিরাট কোহলি। রোসটন চেজের বলকে ওভার বাউন্ডারি মেরে অর্ধশতরান পূর্ণ করার সঙ্গেই তিনি ছুঁয়ে ফেললেন রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ৩০টি অর্ধ শতরান ছিল রোহিতের। এখন যুগ্মভাবে সর্বোচ্চ অর্ধ শতরানের মালিক হয়ে গেলেন বিরাটও। ১১৩টি ইনিংস লেগেছিল রোহিতের ৩০টি অর্ধ শতরান করতে, সেখান বিরাটের লাগল মাত্র ৮৯টি ইনিংস। যার অর্থ রোহিতের থেকে ২৪টি ইনিংস কম লাগলো বিরাটের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ৩০টি অর্ধ শতরান করতে। এই তালিকায় বিরাট এবং রোহিতের পর রয়েছেন বাবর আজম। তাঁর অর্ধ শতরান সংখ্যা ২৬টি। মার্টি গাপ্তিল এবং ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অর্ধ শতরান রয়েছে ২২টি করে।

একই সঙ্গে এ দিন আন্তর্জাতিক টি-২০ সার্কিটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে ৫২ রানের ইনিংস খেলার সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর রান সংখ্যা হল ৩২৯৬। প্রথম স্থানে থাকা মার্টিন গাপ্তিলকে ছাপিয়ে যেতে আর চার রান প্রয়োজন বিরাটের। গাপ্তিলের এই ফরম্যাটে রান ৩২৯৯। তিনিই সর্বোচ্চ রান সংগ্রহকারী। তৃতীয় স্থানে ৩২৫৬ রান নিয়ে রয়েছেন রোহিত শর্মা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি রান পেলেও বড় রান পাননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ব্যাট থাকে আসে মাত্র ১৯ রান। এর উল্টোটা ঘটে ছিল প্রথম টি-২০ ম্যাচে। ওই ম্যাচে ৪০ রান করেছিলেন রোহিত। বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ১৭ রান।

English summary
Former India captain Virat Kohli equals rohit sharma's world record of scoring most number of half centuries in the second t20i match against west indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X