For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ইতিহাস রচনা বিরাটের, কী বলছে পরিসংখ্যান

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অনন্য নজির বিরাটের, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলির অনবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি অনায়াসে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচেই এক অনবদ্য নজির গড়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমন এক কীর্তি গড়েছেন, যা এর আগে কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি। এ ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি। তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আফসোসের শেষ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে সেই খামতি পূরণ করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৪৯ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট। পাঁচটি চার ও তিনটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

টি-টোয়েন্টিতে ৩ হাজার রান

টি-টোয়েন্টিতে ৩ হাজার রান

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই এক অনন্য মাইলস্টোন স্থাপন করেছেন বিরাট কোহলি। ২০ ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটে তিন হাজার রানের মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ক্লাব গঠন করলেন বিরাট।

বিরাটের টি-টোয়েন্টি রান

বিরাটের টি-টোয়েন্টি রান

দেশের হয়ে এখনও পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৩০০১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে বিরাটের ব্যাটিং গড় ৫০.৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ২৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এই ফর্ম্যাটে বিরাটের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৪।

বিরাটের পরে কারা

বিরাটের পরে কারা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রানের নিরিখে বিরাট কোহলির পরেই রয়েছেন মার্টিন গাপটিল। এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলে ২৮৩৯ রান করেছেন নিউজিল্যান্ডের ওপেনার। তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মা ১০৯টি ম্যাচ খেলে ২৭৭৩ রান করেছেন।

English summary
Virat Kohli enters into the 3 thousands club as cricketer of World
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X