For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC Test Rankings: বিরাট খেলেন বড় ধাক্কা, শ্রেয়স কেরিয়ারের সেরা স্থানে, অশ্বিন বজায় রাখলেন আধিপত্য

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশে দুই টেস্টের সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করে জিতেছে ভারত। তার প্রভাব পড়ল আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে। যাঁরা ভালো খেলেছেন তাঁদের ক্রমতালিকায় স্বাভাবিকভাবেই উত্থান হয়েছে। আবার বিরাট কোহলির মতো যাঁরা ব্যর্থ তাঁদের নেমে যেতে হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

বিরাট-পতন

বিরাট-পতন

বিরাট কোহলি বাংলাদেশের স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তিতে ছিলেন। ২টি টেস্টের চার ইনিংসে তিনি মাত্র ৪৫ রান করেন। বিশ্বের একদা ১ নম্বর ব্যাটার নামতে নামতে এবার চলে গেলেন ১৪ নম্বরে। বাংলাদেশ সফরের ব্যর্থতার জেরে বিরাট ২ ধাপ নেমে গিয়েছেন। মীরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিটন দাস ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। যার সুবাদে লিটন দখল করে নিলেন বিরাটের দ্বাদশ স্থানটি। টেস্টে বিরাট কোহলির ২০২২ সালটা মোটেই ভালো গেল না। ৬ টেস্টে তিনি ২৬৫ রান করেছেন। গড় ২৫-এর সামান্য বেশি।

শ্রেয়সের উত্থান

শ্রেয়সের উত্থান

দ্বিতীয় টেস্টে ভারতের জয় সুনিশ্চিত করার ক্ষেত্রে বড় অবদান রাখেন শ্রেয়স আইয়ার। টেস্ট দলে তিনি নিজের জায়গাও পাকা করার দিকে এগিয়ে চলেছেন। চট্টগ্রাম ও মীরপুর টেস্টে শ্রেয়স শতরান না পেলেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা জায়গায় পৌঁছে গেলেন। ১০ ধাপ উঠে তিনি চলে গিয়েছেন ১৬ নম্বরে। তাঁর আগে রয়েছেন মাত্র তিন ভারতীয়- ঋষভ পন্থ ষষ্ঠ স্থানে, রোহিত শর্মা নবম স্থানে এবং বিরাট কোহলি ১৪ নম্বরে। চেতেশ্বর পূজারা তিন ধাপ নেমে চলে গিয়েছেন ১৯-এ।

অশ্বিনের চমক

অশ্বিনের চমক

রবিচন্দ্রন অশ্বিন মীরপুর টেস্টে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন অলরাউন্ড পারফরম্যান্সের দৌলতে। শ্রেয়সের সঙ্গে জুটি বেঁধে ৭১ রানের পার্টনারশিপ গড়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়ে ভারতের জয় সুনিশ্চিত করেন। তিনি ২ টেস্টে ৭ উইকেট পেয়েছেন। এক ধাপ উঠে চলে এসেছেন চতুর্থ স্থানে। সেখানে ধরে ফেললেন সতীর্থ জসপ্রীত বুমরাহকে। অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন অশ্বিন। ব্যাটারদের তালিকাতেও অশ্বিনের অগ্রগতি হয়েছে। তিন ধাপ উঠে তিনি রয়েছেন ৮৪ নম্বরে।

উমেশের উন্নতি

উমেশের উন্নতি

ভারতীয় পেসারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে উমেশ যাদবের। তিনি দ্বিতীয় টেস্টে সবমিলিয়ে ৫ উইকেট দখল করেছেন। এর ফলে পাঁচ ধাপ উঠে উমেশ চলে এসেছেন বোলারদের ক্রমতালিকার ৩৩ নম্বর স্থানে। অলরাউন্ডারদের তালিকায় ৪৮ নম্বরে রয়েছেন উমেশ। বাংলাদেশ সফরে ফিটনেসজনিত কারণে খেলতে না পারলেও অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

English summary
Virat Kohli Dropped To Number 14 In The ICC Test Batting Rankings. Shreyas Iyer Secured Career-Best Spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X