For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোটা দল কলকাতায় চলে এলেও আসেননি বিরাট, কী কারণে কলকাতায় এলেন না কোহলি?

গোটা দল কলকাতায় চলে এলেও আসেননি বিরাট, কী কারণে কলকাতায় এলেন না কোহলি?

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে ভারত। এই ম্যাচে জিতলে এক ম্যাচ বাকি থাকতে ওডিআই সিরিজ দখলে করবে ফেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সিরিজের ফয়সলা হয়ে যেতে পারে যেই ম্যাচে সেই ম্যাচ খেলতে দলের সঙ্গে আসেননি বিরাট কোহলি।

ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি বিরাট কোহলি:

ভারতীয় দলের সঙ্গে কলকাতায় আসেননি বিরাট কোহলি:

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে জয়ের ফলে কলকাতায় ইডেন গার্ডেন্সে জিতলেই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে ভারত এবং এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয় করে ফেলবে। ফলে উভয় দলের দৃষ্টিকোন থেকেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগে গোটা দল শহরে পা রাখলেও বিরাট কোহলি আসেননি।

কী কারণে এলেন না বিরাট:

বিরাট কোহলি জাতীয় দল থেকে এক দিনের জন্য ছুটি নিয়েছেন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মেয়ে ভামিকার জন্মদিন আজ (১১ অক্টোবর)। যার ফলে মেয়ের সঙ্গে তার জন্মদিন পালন করতে বাড়ি ফিরে গিয়েছেন বিরাট। স্ত্রী এবং মেয়ের সঙ্গেই আজকের দিনটি কাটাবেন বিরাট। বৃহস্পতিবার সকাল ১০'টার সময়ে বিরাট কোহলি পা রাখবেন কলকাতায় এবং সরাসরি ম্যাচে খেলতে নামবেন।

গুয়াহাটিতে দুর্ধর্ষ শতরান করেন বিরাট:

গুয়াহাটিতে দুর্ধর্ষ শতরান করেন বিরাট:

শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুর্ধর্ষ শতরান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৭ বলে ১১৩ রানের ইনিংস। ১২টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এই শতরানের ফলে কোহলির ওডিআই ক্রিকেটে শতরান সংখ্যা দাঁড়াল ৪৫। দেশের জার্সিতে মোট তাঁর শতরান এখন ৭৩টি।

ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিনে পোস্ট করেছেন বিরাট এবং অনুষ্কা:

বিরাট কোহলি মেয়ের জন্মদিনে একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছেন, "আমার হৃদস্পন্দন এখন ২-এ পড়ল।" বিরাটের মতোই মেয়েকে নিয়ে অনুষ্কার একটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, দুই বছর আগে কোল করে ভামিকার আগমণ তাঁকে কতটা তৃপ্ত করেছে।

পুরো আইপিএল-এই খেলতে পারবেন না ঋষভ, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়পুরো আইপিএল-এই খেলতে পারবেন না ঋষভ, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Recommended Video

কলকাতায় এসে পৌঁছলেন ভারত-শ্রীলঙ্কার ক্রিকেটাররা |OneIndia Bengali

English summary
Virat Kohli did not come with team india spending time with daughter and share adorable picture with Vamika who turns 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X