For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC: মেন্টর ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত হলেও দ্রাবিড় নিয়ে অন্ধকারে বিরাট, অশ্বিনের প্রশংসায় পঞ্চমুখ কোহলি

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ধোনির প্রভূত অভিজ্ঞতা রয়েছে। তিনি নিজেও এই নতুন ভূমিকা নিয়ে যথেষ্ট উত্তেজিত। আমাদের সকলের কাছে সব সময়ই ধোনি মেন্টর। যাঁরা প্রথম বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলতে চলেছেন তাঁরা নিশ্চিতভাবেই উপকৃত হবেন। জটিল পরিস্থিতিতে সব সময়ের মুশকিল আসান মহেন্দ্র সিং ধোনির বাস্তবোচিত পরামর্শ যে টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের খেলাকে উন্নত করবে সে বিষয়েও নিশ্চিত বিরাট। তিনি বলেন, ধোনিকে পেয়ে আমরা সকলেই খুশি। তাঁর উপস্থিতি আমাদের মনোবলই যে বাড়াবে তা নয়, আমাদের আত্মবিশ্বাসকেও বাড়াবে।

ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত হলেও দ্রাবিড় নিয়ে অন্ধকারে বিরাট

তবে রাহুল দ্রাবিড়ের ভারতীয় কোচ হওয়া নিয়ে এখনও কিছু জানেন না বলেই দাবি করেছেন বিরাট। তিনি বলেন, কী হচ্ছে সে ব্যাপারে আমার কোনও ধারণা নেই। এ ব্যাপারে কারএ সঙ্গে আমার কথাও হয়নি। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ডিরেক্টর পদে রয়েছেন দ্রাবিড়। ৬ বছর ধরে তিনি ভারতীয় এ দল এবং অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন। তাঁর প্রশিক্ষণ পেয়েই উঠে এসেছেন ঋষভ পন্থ, ঈশান কিষাণ, পৃথ্বী শ, হনুমা বিহারী, আবেশ খান, শুভমান গিলের মতো ক্রিকেটাররা। দ্রাবিড় আইপিএল ফাইনাল উপলক্ষে দুবাইয়ে যান। সেখানেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে কথা হয় দ্রাবিড়ের। সেই বৈঠকেই ২০২৩ সাল অবধি দ্রাবিড়ের ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে খবর।

ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত হলেও দ্রাবিড় নিয়ে অন্ধকারে বিরাট

(ছবি- বিসিসিআই টুইটার)

টি ২০ বিশ্বকাপ শুরুর আগে দুবাইয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরাট বলেন, যুজবেন্দ্র চাহালকে বিশ্বকাপের দলে না রাখা কঠিন ও চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল। তবে কিছুটা বেশি গতি সহকারে বল ঘোরাতে পারেন বলেই রাহুল চাহারকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডে চাহার ভালো বল করেছেন। সংযু্ত আরব আমিরশাহীর উইকেটগুলি স্লো। ফলে সেখানে যাঁরা একটু বেশি গতিতে স্টাম্প লক্ষ্য করে বল করবেন তাঁরা বিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলতে সক্ষম হবেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের স্পিন জুটিও কার্যকরী হবে বলে অভিমত বিরাটের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি সাদা বলে ভারতের প্রধান দুই স্পিন-অস্ত্র ছিলেন জাদেজা ও অশ্বিন। পরে প্রধান স্পিন জুটি হয়ে ওঠেন কুলগীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুল-চা জুটিকে টি ২০ বিশ্বকাপে রাখা হয়নি। ফের জাড্ডু-অশ্বিন একসঙ্গে মাঠে নামতে প্রস্তুত।

ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত হলেও দ্রাবিড় নিয়ে অন্ধকারে বিরাট

চার বছরেরও বেশি সময় পর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে অশ্বিনকে। বিরাট কোহলি বলেন, অশ্বিনের বোলিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হল এখন অনেক বেশি সাহসের সঙ্গে তিনি বোলিং করছেন। পোলার্ডের মতো ব্যাটারের বিরুদ্ধেও সঠিক লাইন, লেংথে বল করছেন। এমনকী মার খেতে পারেন ভেবেও বিচলিত হচ্ছেন না। আর এ কারণেই সাদা বলের ক্রিকেটে বোলিং করে সাফল্য পাচ্ছেন অশ্বিন। অশ্বিন ও জাদেজার মতো ফিঙ্গার স্পিনারকে পাওয়া টি ২০ বিশ্বকাপে ভারতের পক্ষে ইতিবাচক ফলই নিয়ে আসবে বলে আশাবাদী বিরাট। ১৮ অক্টোবর ইংল্যান্ড ও ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ২৪ তারিখ হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ দিয়ে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

English summary
Captain Virat Kohli Delighted After Getting Mahendra Singh Dhoni As Mentor Of Indian Cricket Team For T20 WC. Virat Also Says That Ashwin Has Really Improved And He Is Bowling With A Lot Of Courage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X