For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তিদের জুতোয় পা গলিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছেন কোহলি

কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ, ক্যাপ্টেন হিসেবে এটাই প্রথম। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে নেমে কপিল-ধোনি, সৌরভ, দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের জুতোয় পা গলাতে চলেছেন বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ, ক্যাপ্টেন হিসেবে এটাই প্রথম। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে নেমে আজ কপিল দেব-মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের মতো কিংবদন্তিদের জুতোয় পা গলাতে চলেছেন বিরাট কোহলি। অতীতে ধোনির কাপ্তানিতে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপ খেলেছেন। কিন্তু নেতার ভূমিকায় বিশ্বকাপে পা রাখা এই প্রথম।

তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছেন কোহলি

ধোনির জুতোয় পা গলিয়ে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক। সেবার টেস্ট সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট কাপ্তানি ছেড়েছিলেন মাহি। ধোনির পরিবর্তে টেস্ট কাপ্তানির দায়িত্ব তুলে দেওয়া হয় কোহলির উপর। সিরিজের চতুর্থ টেস্টে সেবার ক্যাপ্টন হিসেবে সাফল্য পাননি। অজিদের বিরুদ্ধে ম্যাচ ড্র করেছিল ভারত।

পাঁচ বছর ঘুরতে সেই অস্ট্রেলিয়ার মাটিতেই ইতিহাস লেখেন কাপ্তান কোহলি। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ে কোহলির ভারত। ক্রিকেটের দীর্ঘমেয়াদি ফর্ম্যাটে টিম পেইনের অস্ট্রেলিয়াকে ২-১ হারিয়ে সিরিজ জেতে ভারতীয় দল। অজিদের ডেরায় সেই কীর্তির পরই অধিনায়ক কোহলিকে নিয়ে এখন প্রত্যাশা তুঙ্গে।

টেস্টে পর ওয়ান ডে ক্রিকেটেও কোহলির সাফল্য ঈর্ষনীয়। ২০১৭ সালের শুরুতে ধোনি ওয়ান ডে কাপ্তানি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর, অধিনায়কের দায়িত্বে আসেন কোহলি। ওয়ান ডে কাপ্তান হিসেবে সেরা সাফল্য ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে ফাইনালে নিয়ে যাওয়া। ফাইনালে পাকিস্তানের কাছে না হারলে এতদিনে ধোনির কীর্তি ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা হয়ে যেত কোহলির।

এখন প্রশ্ন, কাপ্তান হিসেবে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে কপিল-ধোনির বিশ্বজয়ের কীর্তি ছুঁতে পারবেন কি বিরাট? উত্তরের খোঁজে ক্রিকেটদুনিয়া। প্রসঙ্গত ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। ২৮ বছর পর ফের ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে বিশ্বকাপ জেতে মেন ইন ব্লু।

একনজরে দেখে নেওয়া যাক, কোহলির আগে বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন কারা?
১৯৭৫ বিশ্বকাপ- এস বেঙ্কটরাঘবন
১৯৭৯ বিশ্বকাপ- এস বেঙ্কটরাঘবন
১৯৮৩ বিশ্বকাপ- কপিল দেব
১৯৮৭ বিশ্বকাপ- কপিল দেব
১৯৯২ বিশ্বকাপ- মহম্মদ আজহারউদ্দিন
১৯৯৬ বিশ্বকাপ- মহম্মদ আজহারউদ্দিন
১৯৯৯ বিশ্বকাপ- মহম্মদ আজহারউদ্দিন
২০০৩ বিশ্বকাপ- সৌরভ গঙ্গোপাধ্যায়
২০০৭ বিশ্বকাপ- রাহুল দ্রাবিড়
২০১১ বিশ্বকাপ- মহেন্দ্র সিং ধোনি
২০১৫ বিশ্বকাপ- মহেন্দ্র সিং ধোনি
২০১৯ বিশ্বকাপ- বিরাট কোহলি

English summary
Virat Kohli debut as captain in world cup in search for 3rd world cup title for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X