For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পন্টিংয়ের রেকর্ড ভাঙার মুখে বিরাট

Google Oneindia Bengali News

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙার হাতছানি। সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান পেলেই নয়া নজির গড়বেন বিরাট।

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

ভারত অধিনায়ক বিরাট কোহলি ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শতরান করেছিলেন। এরপর আর তিন ফরম্যাটেই শতরান পাননি তিনি। করোনা পরিস্থিতিতে গত বছর সব দেশের মতো ভারতও খুব বেশি ক্রিকেট খেলেনি। অস্ট্রেলিয়া সফরের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও শতরান না পাওয়ায় তাঁর ব্যাটে শতরানের খরা পেরিয়েছে ৫০০ দিনের গণ্ডি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শতরান করলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরানকারীর রেকর্ড চলে যাবে কোহলির দখলে। সেক্ষেত্রে ভারত অধিনায়ক হিসেবে তাঁর শতরানের সংখ্যা দাঁড়াবে ৪২।

পন্টিংয়ের রেকর্ড

পন্টিংয়ের রেকর্ড

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এককভাবে ছিল রিকি পন্টিংয়ের দখলে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান করায় সেই একাধিপত্যে থাবা বসিয়েছেন ভারত অধিনায়ক। আশা করা হচ্ছে, ইংল্যান্ড সফরেই পন্টিংকে টপকে যাবেন তিনি। এমনকী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বিরাট শতরান করে দলকে মজবুত জায়গায় দাঁড় করাবেন বলে আশায় ক্রিকেটপ্রেমীরা।

আন্তর্জাতিক শতরান

আন্তর্জাতিক শতরান

দেশের হয়ে ৯১টি টেস্টে ২৭টি শতরান রয়েছে বিরাট কোহলির। একদিনের আন্তর্জাতিকে ২৫৪টি ম্যাচে তাঁর শতরানের সংখ্যা ৪৩টি। টি ২০ আন্তর্জাতিকে শতরান নেই, সর্বাধিক রান অপরাজিত ৯৪। টেস্টে অধিনায়ক হিসেবে ২০টি শতরান রয়েছে বিরাটের। একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে তাঁর শতরানের সংখ্যা ২১টি। অধিনায়ক হিসেবে টেস্টে ১৯টি ও একদিনের আন্তর্জাতিকে ২২টি শতরান করেছেন রিকি পন্টিং।

এলিট তালিকা

এলিট তালিকা

টেস্টে সবচেয়ে বেশি ৫১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। এই তালিকায় ১৮ নম্বরে রয়েছেন বিরাট। সচিনের পরেই রয়েছেন জাক কালিস (৪৫)। তাঁর পরেই রয়েছেন রিকি পন্টিং, প্রাক্তন অজি অধিনায়কের টেস্ট শতরানের সংখ্যা ৪১। কুমার সঙ্গকারার টেস্ট শতরানের সংখ্যা ৩৮। ৩৬টি টেস্ট শতরান রয়েছে রাহুল দ্রাবিড়ের। ৩৪টি করে টেস্ট শতরান রয়েছে ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের। অ্যালেস্টার কুকের রয়েছে ৩৩টি টেস্ট শতরান। স্টিভ ওয়ার ৩২টি। ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলের টেস্ট শতরানের সংখ্যা ৩০টি। ২৯টি টেস্ট শতরান করেছেন ডন ব্র্যাডম্যান। মাইকেল ক্লার্ক ও হাসিম আমলার টেস্ট শতরানের সংখ্যা ২৮টি। স্টিভ স্মিথ, বিরাট কোহলি, গ্রেম স্মিথ ও অ্যালান বর্ডার প্রত্যেকেই টেস্টে ২৭টি করে শতরান পেয়েছেন।

English summary
Virat Kohli Can Break Ricky Ponting's Record If Indian Captain Hits Another Century During ICC World Test Championship Final. Virat Has Not Score Any Century For Over 500 Days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X